![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am visionary, simplest, ordinary and emotional fool...
রাতের মধ্যভাগ এখন
দুঃখ ছুঁয়েছে আজ খুব, একাকিত্ব ভর করেছে মাথায়
সেই দুপুরবেলা থেকেই।
বহুদিন পেরিয়েছে সুখের দিন গুলির
যেখানে তুমি ছিলে, বন্ধুরা ছিলো
ছিলো একরাশ উচ্ছ্বাসের আলো ছোয়া সময়ের সুখস্মৃতি।
আত্মকেন্দ্রিক আমি, তোমাকে পেয়েছিলাম
ঠিক যেন শৈত্যপ্রবাহে কুয়াশার চাদর সরিয়ে
তুমি নামক সূর্যের উদয়।
একটা সময় এসে শেষ হলো তুমিময় পথযাত্রা
কর্তব্যরূপে কর্মজীবন বোঝা হয়ে উঠলো
ধীরেধীরে বন্ধুরাও যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে।
তোমায় মনে পড়ে খুব,
প্রতিনিয়তই অদৃশ্য তোমাকে
আমি আরও মায়ার বাধনে বাঁধি।
এই একা থাকাও হয়তো শেষ হবে
জীবনপথে বাকি যাত্রায়
হয়তো অনেক সঙ্গী হবে।
কিন্তু তোমাকে আর পাওয়া হবে না,
দুনিয়ার সাবলীল রঙীন চিত্রপটে
তুমিহীন একাকিত্বের শূণ্যতা থেকেই যাবে...
(৫ জানুয়ারী, রাত ১.৫৮)
২| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭
ওমেরা বলেছেন: যাকে পাওয়া হবে না, তাকে ভুলে যাওয়াই ভালো ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো জীবন... কৈশোরে তারণ্যে কেউ কেউ আসে আবার চলেও যায়। মেনে নিতে হয়। ভালো থাকুন