নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

অনিঃশেষ অনিমেষ

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৭



অনিমেষ আর মাধবীর প্রেম ছিলো
বস্তুত অনিমেষ আমার সহপাঠী,
পূর্ব বাসাবোর বাবুল স্যার রসায়ন পড়াতেন।
আমার ও অনিমেষের
পরিচয় সেখানেই।
অনিমেষের মাধবী তখন যাত্রাবাড়ী।
আমি আর অনিমেষ বাসাবো থেকে সিটি কলেজ;
আমি রসায়ন ছেড়ে এলিফ্যান্ট রোডে গণিত শিখি,
এক একদিন দেখা হয়-
কথা হয় না,
এক একদিন কথা হয়।
অনিমেষ আর আমি মেডিকেল কোচিং করি।
ভর্তি পরীক্ষার কিছু
আগে কবিতার মতো মাধবী আসে।
অনিমেষের মাধবী।
অনিমেষ আর মাধবী ।
ভর্তিযুদ্ধে বিজয়ী অনিমেষ শাহজালালে;
আর আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে।
একদিন আমি আর অনিমেষ
স্নিগ্ধায় শুয়ে আকাশ দেখি;
একদিন আমি আর অনিমেষ
সিলেটে রাত জাগি।
অনিমেষ বললো- পুরোনো সূতোয় টান দিয়োনা,
ছিড়ে যাবে।
একদিন অনিমেষ কবিতা লিখলো
অনিমেষের মাধবী।
অনিমেষের মুখে খোচা খোচা দাঁড়ি
অনিমেষের ঠোঁটে সিগারেট
অনিমেষের চোখে সোনালী ডানার চিল
অনিমেষের বুকে মাধবীলতা
অনিমেষ আমার কবিতা
বস্তুতঃ অনিমেষ আর মাধবীর প্রেম ছিলো।
কেননা অনিমেষ কবিতা লিখতো।
অনিমেষ ইঞ্জিনিয়ারিং এ আর মাধবী মেডিকেলে।
মাধবী নদীর মতো বয়ে যায়,
অনিমেষের বুকে- ছলছল ছলোছল,
অনিমেষ আমার কবিতা,
অনিমেষের চোখে জল।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা সুন্দর হয়েছে :)

আমিতো ভাবলাম সমরেশ মজুমদার এর মাধবীলতা ও অনিমেষ নিয়ে লেখা।
পরে পড়ে দেখলাম এরা আলাদা..

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১১

৪৫ বলেছেন: সমরেশের সাথে আমার দেখা হয়নি

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

হাবিব বলেছেন: ভালাে লাগলো............

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: মাধবী নামে কি আসলেই কোনো নদী আছে?

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৮

৪৫ বলেছেন: হ্যা আছে তো। নাম তো মানুষ-ই রাখে। যেকোন নদীকে মাধবী নামে ডাকতে পারেন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা !

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১০

৪৫ বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর অনিমেষ।।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

৪৫ বলেছেন: হয়তো। অথবা নয়তো। তবে সুন্দর অনিমেষকেই আমার ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.