নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

বিনতাক্ষর ছন্দ

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮

ওইখানে এক ঝিলে/
স্মৃতির ডাহুক বিলে/
জল আকাশের নীলে/
নীলের সাথে মিলে/

লিখেছিলাম-

অনিঃশেষের ছেড়া পাতার শেষ কবিতা/
নষ্ট নদীর বধির জলের ছন্দ না তা/
নষ্ট ফুলের গন্ধ না তা/
আমার সাথে দ্বন্দ না তা/
মন্দ হাওয়ার মন্দ না তা/
জোড় জানালা; - বন্ধ না তা/

শুধু

গল্পে যেসব কথা ছিল সেসব কথা/
একপাশে এক হৃদয় নদীর অন্য ব্যথা/
ব্যথার পাশে /নীল আকাশে/ ব্যথা বুকেই/ উড়ছে চিল/
তোমার বিষের /বিস্বাদ বিষে /আমিই হলাম/ বিষাদ নীল।/
কিসের কেমন /নীল বেদনা/ বলবো কাকে,/ভোরের আযান? /ভোরের আগে।
নষ্ট মুখের প্রতিশ্রুতির/ ভুল আলোয়ান, /বুঝলে আযান!/ বোঝাই কাকে!/
আমিই শুধু /ঘরে ফেরা/ ফেরার পথের /ফেরিওলা,
আমার জন্য অন্যজীবন,/ দহনবেলা,/
থাকছে তোলা,/
মিথ্যে বোঝার,/ রঙিন সিকায়/ থাকুক তোলা
ভরুক ঝোলা,/
স্মৃতির ঝোলায়/ দোদুল দোলায়/ কদিন পরে/
এমনি ঝড়ে/
বাসিমুখের বাসিফুলও /পড়বে ঝড়ে/
সেসব রাতে,/
নষ্ট মাঠে,/ নষ্ট ক্ষেতে/
"হাতের পাশে /হাতের পরশ"- /
পরশ নিয়ে /শুন্য হাতে/
কেউ থাকেনি, /থাকলো না কেউ /একলা পথে।/
এসব দিনে/ এসব রাতে।/
জাগলো না কেউ/
ডাকলো না কেউ, /থামলো না কেউ/
আমার সাথেই থামছে কেবল, /থামলো আযান।/
ভোরের আযান।/

সোজন ঘাটের/ বজরা নায়ে /যোজন দূরে,/
আযান মিলায়,/
ভোর বাতাসে, /দূর সলিলে, /
জল আকাশের নীলে,/
নীলের সাথে মিলে, /
স্মৃতির ডাহুক বিলে/
এইখানে এই ঝিলে।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: "আমিই শুধু/ ঘরে ফেরা/ ফেরার পথের/ ফেরিওয়ালা" - চমৎকার!
খুব সুন্দর হয়েছে আপনার কবিতা। ছন্দের কারণে কবিতাটি পড়তেও যেমন ভাল লাগলো, ভাবের গভীরতার কারণে কবিতাটি নিয়ে ভাবতেও।
কবিতায় ভাল লাগা রেখে গেলাম। + +

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

৪৫ বলেছেন: লিখতে বসে খেই হারিয়ে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: খুব দক্ষ লোক ছাড়া এরকম লেখা সম্ভব না।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

৪৫ বলেছেন: সবে সন্ধ্যে। ভোর হবে। সূর্য উঠার আগে একবার উঠে যেতে চাই।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন! ছন্দময়, ভাবপূর্ণ, সুখপাঠ্য। লিখতে থাকুন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

৪৫ বলেছেন: ধন্যবাদ দাদাভাই

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

করুণাধারা বলেছেন: খুবই ভালো লেগেছে কবিতা। কিন্তু "/" ব্যবহার নিয়ে একটু খটকা আছে; একই সাথে ","এবং "/" ব্যবহার করেছেন, যার জন্য লেখা কেমন থেমে যায়! এটা কি আপনি কবিতার দৈর্ঘ্য কমানোর জন্য করেছেন? আপনার কবিতাটা এত ভাল হয়েছে যে, দীর্ঘ হলেও পড়তে ভালো লাগতো! ধরুন যদি এমন হতো, আমার সেটাই ভালো লাগতো:

কেউ থাকেনি, কেউ থাকেনি, /থাকলো না কেউ /একলা পথে।/
থাকলো না কেউ
একলা পথে।
এসব দিনে
এসব রাতে।
জাগলো না কেউ
ডাকলো না কেউ,
থামলো না কেউ
আমার সাথেই থামছে কেবল,
থামলো আযান।
ভোরের আযান।

লিখে চলুন, আপনার লেখার অপেক্ষায় থাকলাম।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

৪৫ বলেছেন: ধন্যবাদের সহিত পাশে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.