নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

বাতাসে তোমার ঘেরাণ

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

এইসব সোনালী দুঃখের অঘ্রাণী ঢেউ,
প্রিয়তম রোদেলা দুপুরের ঘুমে
শীত শীত অনুভবের শিরশির হাওয়া
কেউ আছে, কেউ নাই, ভুলে গেছে কেউ

আনমনে ফেলে আসা এই অঘ্রাণী
বাতাসের বান আসে আঙন ভরে
কোচড়ের নারকেল-চিড়া-মুড়ি-গুড়
ফের তবু তাড়া খেয়ে আর ফিরে নি।

আদুরে মেয়েটিও বৌ বয়েসে
খানিক কালো চোখে কালি মেখেছে
বর ভয়ে জড়সড় সংসারী দিনে
অক্ষত আবেগ কত ভুলে থেকেছে।

উঠোনের তারে শাড়ী জলপাই রঙ
কি ঘ্রাণ, ভেজা ঘ্রাণ, ভেজা কাকনের
নূপুরের গান তার ছিপছিপে মেয়ের
শ্বাশুড়ীর কানে বাজে ঢং ঢং--- ঢঙ!

ওই চোখে নীল নীল আরো কিছু মায়া
ফেলে আসা দ্বিপ্রহরের অক্ষত আবেগ-
জীবনের ঊষাকাল ঢের ক্রোশ দূরে
শীতল জলে তার ভেজা ভেজা ছায়া।

এখানে তোমার মতো যেমন আমারো
কেটে যায় দাগ কষে হিসেবী দিন
বারোয়ারী ঝগড়ায় জমির মাপে
কে কত কম পেলো কার পোয়া বারো।

ছানি পড়া চোখে আর জল আসে না
নুয়ে পড়া পিঠ বয় বেতের লাঠি
শুধু শিহরি উঠি এই অঘ্রাণী হাওয়ায়
কোনদিন ফেরে নি সে। জানি ফিরবে না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নজসু বলেছেন:



ব্লগে অনেক সুন্দর সুন্দর কবিতা আসে।
বাতাসে তোমার ঘেরান (ঘেরান কি এটাই হবে কবিতার ক্ষেত্রে। নাকি ঘ্রাণ হবে। কবিতার ভেতরে
ঘ্রাণই পেলাম)
এমন একটি কবিতা।
কবিকে মোবারকবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

৪৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ। বানানে একটু আধটু ভুলে অনেক বড়সড় ক্ষতি হয়। ণ করে দিলাম।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

চাঙ্কু বলেছেন: ছানি পড়ে চোখে আর জল আসে না - খুব সুন্দর হইছে!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

৪৫ বলেছেন: শুভেচ্ছা নেবেন।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

সাইন বোর্ড বলেছেন: অনেক ভাল লাগা রইল কবিতায় ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০

৪৫ বলেছেন: কবিতার প্রেমিকের জন্য শুভেচ্ছা রেখে গেলাম।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

আলমগীর কাইজার বলেছেন: অনেক ভালো লিখেছেন কবি।
তবে, কোনদিন ফেরে নি সে। জানি ফিরবে না। ফিরতেও তো পারে!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

৪৫ বলেছেন: জলজ্যান্ত মানুষটা ঠিকঠাক ফেরে না ভাই। ঠিকঠাক ফেরে না। শুভেচ্ছা নেবেন।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

৪৫ বলেছেন: নূপুরে গান তার ছিপছিপে মেয়ের
শাশুড়ির কানে বাজে ঢং ঢং.. ঢঙ!
আপনার এরকম শ্বাশুড়ি না হোক। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.