নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
একটু গড়িয়ে নাও।বিছানায় মধ্য দুপুর।
জড়িয়ে নাও নকশী কাঁথা। তোমার আনন্দপুর।
'শুনি, প্রয়াত ধ্বনি; - কাচের চুড়ির এবং
আহত ইচ্ছেকালের একটি নিহত স্লোগান।
গোলাপের সুগন্ধিকাল চেপে রাখা বইটি জানে
কতটা বিখ্যাত এই স্মৃতির উদ্যান।'
ঘুম ভেঙে গেলে, এই পরিসর এবং প্রশস্ত বিছানা,
মনে হবে ওরা মহাকাল থেকে একা,
দম বন্ধ হয়ে আসা শুণ্যতার অনুভবে
জেনো, পাথরের থাকে না কান্নারেখা।
অনেক রূপোলী মেঘলা স্মৃতির আর্কেড ছেড়ে
বিপরীত হেটে আমরা অনতিদূর থেকে বহুদূ্রে,
যার যার করিডোর বুঝে নিয়ে সীমারেখা টানি,
একই বাতাসের মাতমে শুয়ে একই বেদনা কিনি।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: একই বাতাসের মাতমে শুয়ে একই বেদনা কিনা< হ্যাঁ সত্যিই তাই। কবিতার ভিতর দিয়ে ফুটে উঠেছে বাস্তবতার সাক্ষ্য। ভাল লাগল, আরো ভাল লিখুন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
হাবিব বলেছেন: সুন্দর কবিতা.......ভালো লাগলো..........।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
শুভ সকাল।