নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
একটি নামের অর্থ মুক্তি, তাকে নিয়ে এই পংক্তি
কিছুটা সন্দেহ তোমায় খেয়েছে
কিছুটা খেয়েছে আমাকে
কিছুটা জীবন দুজনে খেয়েছি;
বেশীটা পুড়েছি তামাকে।
বাড়াবাড়ি কিছু আমারও ছিলো,
কিছুটা তোমারও অস্বীকার;
তোমার আমার উচ্ছিষ্ট জীবনে,
দুজনেই সমান অংশীদার।
আমি যে তোমার বন্ধু যেমন,
শত্রুও সমানে সমান;
দুজনে অনেক সহেছি ব্যথা,
কম বেশী কিছু অপমান।
অধিকার বোঝানোর শতেক চেষ্টা,
কখনো কারোটা বুঝিনি;
দুজনার খাওয়া নষ্ট জীবনে,
দুজনেই সমান ঋণী।
কিছুটা কোমল কিছুটা ঝাঁঝালো,
মদিরা মাতাল কতক প্রহর;
জীবনের ঝোলায় দুজনের শুধু,
অহেতুক খরচা- ব্যর্থ স্বর।
দুজনে কতক অবুঝ ছিলাম
জীবনের সোনালী প্রহরে,
দেনা-পাওনার মিলেনি হিসেব
ভালোবাসার এই শহরে।
আমার জোর ইচ্ছেরা কতদিন,
তোমার অনিচ্ছার ঘরে;
অতিথির শর্তে কাঁটালো তিথি
এতটা বছর ধরে।
তোমার শত জেদ; ওরা আত্মীয় আমার!
- এটাই শেষ সত্যি;
ভালোবাসা নাও, স্বাধীনতা নাও,
আঁচল ভরে নাও প্রিয় মুক্তি।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।