নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

দিইনি কিছুই-

২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৩

দিইনি কিছুই-
টাকায় কেনা/ ওজন করে / মেপে আকার
অন্য কোথাও/ তেমন কিছু /গল্প করার,
ঝুমকো কানের/ টিপ কপালের/ কাঁচের চুড়ি
পাচটি টাকায় একটি গোলাপ,/ টকটকে লাল,/ সলমা জরী,
রূপোর নূপুর/ নেলপলিশের সেট বাহারি /
বরং-/
এই আমাকে জড়িয়ে থাকা/ একশো দুপুর;
দিয়েছিলাম-
আকারবিহীন,/ যায়না দেখা,/ যায়না ছোঁয়া,
সকাল থেকে ভোর অবধি,/
যেটুক ছিলো জ্যোৎস্না-আঁধার,/ বৃষ্টি রোদই।
.
লেখার খাতায় দিলাম বলে/ সেসব এমন
অনেক কিছুই লিখেছিলাম,
নেবার মতো,/ ঘর সাজাবার
অবসরে তার ধুলো ঝেড়ে / একটু ভাবার,
যায় না দেখা,/ দরদামে নেই,/ নেই তো বাজার,
নিলাম হয়না, / হয়না দলিল,/ এমন হাজার,
মুখের কথা,/ বুকের আগুন,/ সুখের হাসি,
মূল্যহীন এক শব্দভ্রামক-// 'ভালোবাসি';
সেসব নিয়ে কিইবা হতো,/
কাটতি ও নেই হাট বাজারে
পায়নি তো ঠাই / মানত-মানস,/ পীর-মাজারে,
বরং
ইচ্ছেমত বৃষ্টি ভেজার/ শ্রাবণ- আষাঢ়
টঙ্গের চায়ের/ রঙ্গের ধোঁয়ায়/ চুমুক হাজার।

তোমায় দিলাম,/
লেখার খাতার শিরোনামে,/
কেউ না জানা বুকের বামে,/
এক আকাশের/ আট প্রহরের/ চারটি বছর,
ভুলে যাওয়া বৃষ্টি শহর,/
যে শহরে/ সন্ধ্যা নামে / বিষন্নতার স্টেশনে,/
ভ্রান্ত ফিনিক্স ভালোবেসেই /ফিরছে ঘরে/ রাতের ট্রেনে,

দিইনি কিছুই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

আধুনিক কবিতা।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৬

নগরসাধু বলেছেন: ভিন্ন রকমের দারুন কবিতায় ভাল লাগা

স্টাইলটা পছন্দ হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.