নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

সময় এখন

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৩৬

মাটি সরে যায়, ধীরে আর ধীরে
কথারা ফুরায়, জমাট ব্যথার বাটিতে
নীল সরে বোনা আমার নকশি ব্যথা
নটকান মেঘ চিরে নামে রোদ্দুর,
আকাশ পোড়ায় দিন
কুয়াশা ভেজায় সন্ধ্যে, ভোর।
ঝরে গেছে যে শিউলী,
জানে সে কি? কিভাবে শুকায়ে আসে মমতার শিশির!
▫️
মাটি সরে যায়, পায়ের তলায়,
এক মুঠো শূন্যতায় চেপে ভর দিয়ে উঠি।
মনে হয় কাল তো ছুটি।
কাল তো অনেক কিছুই হবে,
কালের সাথে কালের দেখা হলে তবে,
কাল এসে যাবে একদিন সুখের মতো; (কবে?)
বিষাদ পালিয়ে যাবে কোন যখের ঘরে!
▫️
আকালের ভাগ নিয়ে কাল গিয়েছে,
আজ বিয়োগের ছেড়া পাতাটা-
ফাঁকির ফোকর গলে রোদ পেলো না,
অমিল হিসেব বয়ে যায় মহাকাল,
কালের ভাগ নেয় নতুন আকাল,
শখের ঘুড়ি, স্বপ্নের রোদে
এই নামে এই ওড়ে,
সুখের মতো কাল আসে না তবু,
বিষাদ!!
পালাবে কবে?
কোন যখের ঘরে?
▫️
কথারা ফুরায়
মাটি সরে যায়, ধীরে আর ধীরে;
মাটি চেপে বস। বস না চেপে!
পায়ের তলায়।
মাটি শোনে না কথা।
মাটি যায় সরে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: শেষের চায়নগুলো খুব সুন্দর লাগল

২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: কিছু শব্দচিত্র আবেদনময় হয়ে উঠেছে কবিতায়। যেমনঃ
"মাটি সরে যায়, পায়ের তলায়,
এক মুঠো শূন্যতায় চেপে ভর দিয়ে উঠি।"

"আকাশ পোড়ায় দিন
কুয়াশা ভেজায় সন্ধ্যে, ভোর।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.