নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

আর কিছুদিন

২৮ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

এই তো আর কিছুদিন
তারপর আমি নেই, মানে নেই একদম।
তারপর ব্যাবিলন থেকে হ্যামেলিন
দম আটকে আসা এইসব দিন
ওরাও নেই, মানে একদম নেই।
আর তোমাদের তারা খসে পড়া বাতাসের রাতে
আমি কাকর বাছি তো পোকা পড়ে পাতে।
সব কিছু সয়ে গেছে,
নদী সেও বয়ে গেছে,
তারপর শুণ্যের কাছে স্বপ্নের কথা বলে
স্বপ্নের কাছে নতজানু বসে
মায়ের দাওয়ায় বসে পথ চেয়ে থাকা দিন
আর বাবার ক্ষয়ে যাওয়া দিনগুলো জানে পুরোনো হ্যামেলিন,
তোমরা না জানলেও ক্ষতি নেই;
হিসেবের দিন বেহিসেবে ফুরোবেই।
আর ইস্তেহারের দেয়াল থেকে পলেস্তারা
খসে পড়ে; হেসে খুন হয়, খসে যায় সব তারা!
আর কেউ নেই, পুরোন থাকে না কোথাও,
বাঁঁশিওয়ালা নেই, আর, আর আমিও, আরো কিছুদিন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় এই পোষ্ট টি দুই বার এসেছে। একটা মুছে দিতে পারেন।

২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২১

৪৫ বলেছেন: পরামর্শ সাদরে গৃহীত হলো।

২| ২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: "হিসেবের দিন বেহিসেবে ফুরোবেই" - চমৎকার কথা!
ভালো লিখেছেন। কবিতায় ভাললাগা। + +

২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২৭

৪৫ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেউই থাকব না আমরা।

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৯

৪৫ বলেছেন: "আছে আছে স্থান, নাহয় তুমি, তোমার শুধু একটি আঁটি ধান"-- (যাত্রী, রবি ঠাকুর)

৪| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭

জগতারন বলেছেন:
অ-পরিনাম দর্শি'র সব কিছুই এ ভাবে একে একে সব ঝুড়িয়া ও শেষ হয়ে যাবে।
তার পর এক সময়ে হায় হায় করবে আর সাথে থাকবে প্রচুর অনুশোচনা
এদেরকে তাই ভোদাই বলা ছাড়া আর কিচ্ছুই বলার থাকে না।

কবিতায় লাইক।
কবির প্রতি সুভেচ্ছা জানাই।

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৭

৪৫ বলেছেন: তবুও এরাই জীবনকে করেছে বিচিত্র এবং উপভোগ্য এদেরকে ভোদাই বলতে পারায় যে তুমুল আনন্দ ও বেদনার যৌথ অনুভূতি মনুষ্য লাভ করতে পারে তা এদেরই জন্য৷ সুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনার জন্যও তাই।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

৪৫ বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১২

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: সুন্দর কবিতা

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১২

৪৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.