নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
ভেঙোনা বন্ধু; তোমারও হবে
জোড়া শালিকের ভোর,
তোমারও হবে আটপ্রহরের ঠাঁই - ভিটেমাটি ঘর।
যেতে দাও।
শেকলের ঝনঝন যতদূর যায়; আরো দূর
ঈশানের মেঘ ধোয়া মাটিতে বুনে বীজ,
পথের দিশারি হবে নিশানের সুর।
সময়ের ছাকনিতে জীবনের থেকে
নির্লোভ জীবনের চলে যাওয়া দেখে,
নিজঘরে রোজ রোজ সিধ কেটে কেটে
কদিন আর বেঁচে থাকে স্নেহের ভিটে!
দেয়ালে ঠেকে পিঠ, কদিন মেকি হেসে বাঁচি,
জি হুজুর অভিনয়ে শেয়ালের কাছাকাছি!
কেননা; গোয়ার-চামারের হাতে খোয়াড়ের চাবি,
খোয়াড় জানে কি জীবনের দাবি?
এইসব অযথা অধিকার ফলানো ক্ষেতে,
ফসলও ফলে না, বাতাস ওঠে না মেতে!
অথচ, মরে গেছে যে নদী, সেও জানে, একবার,
তারারা ছড়িয়ে গেছে আকাশে একশো হাজার।
ছড়াতে দাও এবং
উঠোনের থেকে পাখির ঠোঁটে উড়ে যেতে দাও,
জলে ভেসে যেতে দাও, বাতাস ওড়াক ধুলির মতো
সবশেষে ঘরে ফেরে আপন অক্ষত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২
৪৫ বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৩
৪৫ বলেছেন: বিচার বিশ্লেষণের জন্য অশেষ কৃতজ্ঞতা❤️
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
মুগ্ধতা ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৩
৪৫ বলেছেন: শুভকামনা রইলো
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঠিক এরকম হোক জীবন ।
আগের লেখাদের মতোই সুন্দর ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯
৪৫ বলেছেন: ধন্যবাদ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩১
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর কবিতা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯
৪৫ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ব্লগে আগে ঘুরে গেছি, কমেন্ট করা হয় নি। আপনারব কবিতার হাত খুব ভালো। এ কবিতাটাও দারুণ লাগলো।
শুভেচ্ছা আপনার জন্য।