নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

তুমিও কাঁদবে প্রবাল পাথর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০২

নিঃশ্বাসে অনুভব আসে? অপ্রেমিক অসহ্যতা অনুভব হয়? দম বন্ধ লাগে না? ইচ্ছে জাগে না তোর? আমার মতো! পিপাসা হয় কি অবিকল আমার মতো? ঝাপসা হয়ে আসে না আয়নাজোড়া?
▪️
এইসব বেপোরোয়া স্বাধীনতা আমার অসহ্য লাগে। কেননা বোহেমিয়ান বাতাস তাড়িয়ে নিয়ে যাচ্ছে অনতিদূরের বৃষ্টির মেঘ। প্রায়ান্ধকার নীলাভ পান্না রঙ্গিন ভোরের জোনাক, ঝিঁঝিঁরা, বাতাবি-বেলী-হাস্নাহেনা-মাধবী সুরভির আড়ালে ঘুমবিছানায় এলিয়ে যাবে। আর একাকিত্বের নিয়ত মহাকাল একরাশ ক্লান্তির মেঘ নিয়ে দাঁড়াবে পথ আগলে।
তারো আগে, বিকেলে, ঝুম নেমেছে বৃষ্টি। ইচ্ছের পিলসুজ নিভে গেছে প্রয়াত রাতের ঝড়ে।
▪️
তবু জ্বলন্ত স্বপ্নের অঙ্গারে,তারপর, শ্রাবণ, তুমি এসেছো জেনে আমার স্পর্ধারা তীব্র উচ্ছাসে জেগে উঠে। অনন্ত অপেক্ষার পর ইচ্ছেরা বিভ্রান্ত ডুবে গেছে মদিরায়- ওর নাম বিষাদ। তারপর, বাতাসের সুরভী সে বিষাদকে নিয়ে যাবে সমুদ্র অবগাহনের দিনে। সে সুদূর অগম্য অতীতকাল। ঝিনুকের রূপ লাবণ্যে গাঁথা প্রিয় সেইসব বিষাদ এখন কেবলি ঐশ্বর্য আমার। তখন ভাটার টানে ভেসে গেছে আমার দহনকাল। অথচ জোয়ারের বেলায় কত কাছে ছিলো তৃষ্ণার জল।
মনে পড়ে?
প্রিয় বিষাদ রাঙা ঝিনুক আমার, কেমন ব্যথায় এ চোখে জল এনেছিলে!
পিপাসা পেলে মনে করে দেখো,
ফেরার পথে, আমার স্পর্ধাহীন সমুদ্রকথা, ঝিনুকের সাতকাহন।
তারপর তুমিও কাঁদবে প্রবাল পাথর।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: মানুষ ভূল বোঝে কখন? একটা মানুষ অন্য আরেকটা মানুষকে তখনই ভূল বোঝে যখন সে তাকে আগের থেকে পছন্দ কম করে কিংবা;সম্পর্কে কোনো একটা গ্যাপ সৃষ্টী হয়।।

আবার অনেক মানুষ আছে যারা নিজ ইচ্ছাকৃত ভাবেই ভূল বোঝার এক্টিং করে সেই ব্যাক্তি থেকে দূরে থাকে।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩১

৪৫ বলেছেন: ভুল বোঝা আর প্রতারণার নির্দিষ্ট এবং পৃথক অর্থ আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.