নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

এখানে ফাগুন হাওয়া

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৩

তোমার ওই মন নামে সে ভেতরবাড়ি
সেখানে আমার জন্য আড়ির বাজার
তবু সে হাড়ির খবর ভাঙছে হাটে
তুমি তো কেটেই গেছো ঘুড়ির মাঠে।
▪️
তুমি সেই ঢাউস ঘুড়ি আমার ছিলে
আমি এক বোকা ফানুস সঙ্গে যেতাম
তোমাকে কাটতে পারে কেমন সুতো?
তবুও কেটেই গ্যাছো রীতিমতো।
▪️
আমি এক অল্পে খুশি জীবন জানি
সেখানে ঝাড়বাতি নেই, ফুলদানিও
তুমি তো সেই আমাকে চালাক হাটে
সস্তায় বেচতে আবার ফেরত নিতে।
▪️
আমার এই ভেতরবাড়ির উঠোন আছে
সেখানে পা বাড়ালেই বিশাল আকাশ
তুমি এক রঙ্গিন ঘুড়ি সে আকাশে
উড়তে বোশেখ থেকে চৈত্র মাসে।
▪️
নাটাই ছেড়া ঘুড়ি তোমার ছুটছি পিছু
ট্রাফিকের সিগনালে ইশ! থমকে গেছি,
নড়ছে অন্য হাতে ফাসের রুমাল
তবু তো ঠিক পেয়ে যাই তোমার নাগাল!
▪️
যে বাতাস ফাগুন রাতে তোমায় ছুবে
সে বাতাস আমায় ছুঁয়ে তোমার হবে
সে বাতাস ছদ্মবেশী তোমায় ছুঁয়ে
ফাগুনের রাতে আমার বুক জুড়োবে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: বাহ বেশ লেগেছে !!!

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৭

৪৫ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

২| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ খুব সুন্দর তো

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৭

৪৫ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৩| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন সুন্দর কাব্য।

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৭

৪৫ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

৪| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কাব্যগাঁথা।

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮

৪৫ বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইলো

৫| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা। সুন্দর আবেগ।

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮

৪৫ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

৬| ০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:




আপনার পদ্যগুলো মোটামুটি ভালো মানের; তবে, "আমি", "তুমি" থেকে মুক্ত করতে হবে পদ্যকে।

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৯

৪৫ বলেছেন: একসময় অন্যরকম লিখতে পারার আশা রাখি। ধন্যবাদ।

৭| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:৪০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দারুন! দারুন! দারুন!

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৯

৪৫ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.