নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৯

বোহেমিয়ান বাতাস নাতিদীর্ঘ গোধূলিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে অনতিদূরের প্রায়ান্ধকার নীলাভ পান্না রঙ্গিন সন্ধ্যার কাছে! হেরিকেন-কুঁপি-পিলসুজের এই সন্ধ্যা- জোনাকের, ঝিঁঝিঁদেরও। এই সুরভিত সন্ধ্যা, বাতাবি-বেলী-হাস্নাহেনা-মাধবীর। অনতিদূরের একাকিত্বের নির্জন তিমির একরাশ ক্লান্তি নিয়ে পথ আগলে দাঁড়ায়! নীড়ে ফেরা পাখিদের মত তোমায় ফিরে পাবার নিয়মিত ইচ্ছেটা পিলসুজে জ্বালিয়ে রাখি প্রতি সন্ধ্যায়। পিলসুজ জ্বলছে। স্বপ্নেরা জ্বলছে। জ্বলুক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: জ্বলুক। পুড়ুক। সব ছারখার হয়ে যাক।

২| ০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২

কামাল৮০ বলেছেন: কি কঠিন ভাষা,শব্দের অর্থ খুঁজতে অবিধানের প্রয়োজন।বিষয় বস্তুর অর্থ তো পরের কথা।

৩| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৬

৪৫ বলেছেন: চেষ্টা থাকলেই অর্থ বোঝা সহজ। না বুঝতে চাইলে জোর করে বোঝার দরকার নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.