নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪০

পৃথিবীর পথে কাঁটা।
কাঁটায় কেটেছো পড়ে
জীবনের মরীচিকা-বন্ধু
তুমিও বোশেখী ঝড়ে।
▫️
তবু হাসিমুখ নিয়ে ফুল দেখি
বাসি বেদনায় ঝরা
জানতে দিলোনা তোমায় কখনো
আমারো কোথাও খরা।
▫️
মাটি সরে যায়, ধীরে আর ধীরে,
কথারা ফুরায়।
নটকান মেঘ চিরে বোনা নকশি ব্যথারা
আকাশ পোড়ায়; পোড়ায়।
▫️
তারপর কারো ঘর পুড়ে ছাই
কেউ পোড়ে রোদে,
কেউ কেউ পুড়ে যায় কেবল
অনল প্রতিশোধে।
▫️
তবু মনে হয় কাল তো অনেক কিছুই হবে,
মনে হয় কাল তো ছুটি।
তবু সরে যায় মাটি ।
এক মুঠো শূন্যতায় চেপে ভর দিয়ে উঠি।
▫️
চেয়ে দেখি মেঘ, চাঁদ ঢেকে যায়,
রাত্রি হাওয়ারা গিয়েছে বরষা আনতে।
প্রিয় অপরাজিতা তুমি অবসরের দিনান্তে,
ভাবো জিতে গেছো খুব ?? - ভাবো, অজান্তে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

৪৫ বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধ আমি।
কবির প্রতি সুভেচ্ছা ও ভালবাসা জানাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, অসাধারণ লিখেছেন। আমি মুগ্ধ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

জগতারন বলেছেন:
চাঁদ গাজী ও রাজিব নূর ছাড়া এই "সামু" আমার আগের মতো লাগে না।
তাহারা আবারও ব্লগে আসিলে খুব ভালো হইতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.