নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

আমি আর সে

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

তারপর ঠায় দাঁড়িয়ে ছিলো সুপুরির বন , কত বোশেখ এলো গেলো , কতবার গাঙ্গে এলো বান ,
পূবের সূর্যকে মেঘে ঢেকে ঢেকে এসে গেছে তুফান।
আর বালকের দল , বালিকারাও , তারাও তো চরণে পেয়ে শিহরণ ; - বলেছে , "এসো সখা সুপুরি কুড়াই"।
সেইসব কত আগেকার কথা! সেইসব কেবলি বড়াই!!
এখন রাত আসে যায় , আন্ধার ঝিঁ ঝিঁ-র ডাকে একা জাগে ঘুম।
সুখ জাগানিয়া কেউ জাগে না আর , আঁধার কেটে যায়, কেটে যায় নিঝ্ঝুম।
তবুও তো সে দারুণ ভালোবেসে কথাটি কয় না।
অপল-নয়ণ তার , ব্যাথার তুফান তোলে , - সয় না।

তারপর সুপুরির সারি , নভোনীল শাড়ি , মিলিয়ে গেছে নতুন ভোরে।
জমেছে হৃদয়ে নীলাভ প্রবাল রাঙ্গা পুঞ্জিত শিশির , বিষাদ-মায়াডোরে।
বলেছে তারা- 'আমাদের লুকিয়ে রাখো ঘাস! কিশোরী মেয়ে চরণ ছোঁয়াবে তায়'।
অথচ তারা এখন কেবলি মেঘ , কেবলি বৃষ্টি , ঝাপসা ঝাপটায় , একলা জানালায়।
কত রাতের পোস্ট বক্সে সহস্র বিষাদের কবিতায় গদ্যে,
বলেছি- 'সেইসব দিন , বৃষ্টির ঋণ , ভালোবেসে, ভালোবেসেই শোধ দে'।
চির তেষ্টা মেটানো বানে, উঠোনে উঠোনে, ডেকে আন্ ঘুম;
প্রিয় কথা-স্বরে , মেহেদী ডোরে , দিয়ে যা ঠোঁটরাঙ্গা চুম।
জৈষ্ঠ্যদিনের বরষা রাতে ফিরে আয়, আয় ফিরে প্রেমে;
তোকে ভেজাবো বলে , দ্যাখ , দ্যাখ চেয়ে ,- 'বৃষ্টি ডেকেছি বর্ষা কদমে'।
তাথৈ নদীজলে ডুবে মরে যাই , তবু ফিরে নাই কেউ পার্শে ,
হাজার বছর ধরে চেনা 'মেঘ আর জমিন', আমি আর সে।।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: বাহ!

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২

৪৫ বলেছেন: কৃতজ্ঞতা

২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

শেরজা তপন বলেছেন: কবিতা পড়া হয় না বিশেষ। আপনার কোন পোস্ট পড়া হয়নি ব্লগে তাই আসলাম।
না আসলে মিস করতাম। চমৎকার লেখনি।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৩

৪৫ বলেছেন: পাঠকের জন্য ভালোবাসা

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: ৪৫,




চমৎকার কবিতার গাঁথুনি! শুরুটাই শক্তিশালী হাতের ছোঁয়ায় অনবদ্য! সে ছোঁয়া কবিতাটির নভোনীল শাড়ীর আঁচল সুপুরি বনের ঝিরিঝিরি বাতাসে দুলিয়ে দিয়ে গেছে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৪

৪৫ বলেছেন: ভালবাসা ভাই

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৪

৪৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

কালো যাদুকর বলেছেন: "হাজার বছর ধরে চেনা 'মেঘ আর জমিন' আমি আর সে" বেশ চমৎকার সমাপ্তি।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

৪৫ বলেছেন: পাঠকের জন্য ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.