নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
প্রেয়সীর নির্জন হাতের চকিত চুড়িয়াল সুর নয়,
বরং এখানে পাবেন,
নিশ্ছিদ্র অন্ধকার ঘন তৃষ্ণার খোঁজ।
তরঙ্গের উল্লাস এখানে নেই;
বরং ময়ূর-ভদ্রা-মুক্তেশ্বরীর মতো
মৃতপ্রায় ব্রহ্মপুত্র এবং যৌবনাবতী সাবেক ইরাবতীর সন্ধান।
সেখানে বিগত শোকসন্ধ্যার বিষণ্ণ ভায়োলিনটির
একটানা আর্তনাদ শুনতে শুনতে ঘুমিয়ে
গেছে ভোরের দোয়েল।
দোয়েলটি ঘুম ভেঙ্গে উঠে ভীষণ চেঁচাবে।
কেননা সোনার হরিণের খোঁজ পেয়ে
সকাল চলে যাবে অফিসে,
কবিতার জন্য পড়ে থাকবে অবহেলা।
বাড়ির উঠোন থেকে-
উপড়ে ফেলা দূর্বা ঘাসের মতো দুঃখিত, অবহেলা।
অনুরূপ অবহেলায় মরে গেছে কবে
ধানসিঁড়ি নদী, ছেউটি খাল!
হাওরের নানিদ, বৌরানী মাছ, কুর্চির ফুল,
বেনেবউ, সরালী,মাছরাঙ্গা পাখি
আর কবিতার খাতা থেকে তুমিও!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪
৪৫ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।