নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
জীবনের হাটে নিষেধের ডালি,
"বেঁচো না স্বপ্ন যাতনা",
তবু নিষেধের দেয়ালে বেখেয়াল হয়ে
দুজনেই ভেঙেছি মানা।
বিষাদের ডানায় যে স্বপ্নে মেতেছি,
স্বপ্নটা তোমারো ছিলো,
জানোনা কোকিল পলাশের বুকেও
একটা হৃদয়ই ছিলো।
ভেঙে গেলে পরে গ্যাছে যে দিন
একেবারে চলে যায়,
ভেঙে গ্যাছে এই হৃদয়ের মহল
নিয়ত অবহেলায়।
তবু অধরের এই অনল দহন
তোমারই অধরের মতো,
নয়ন অনলে পুড়িয়ে আবারো
জুড়াও না বুকের ক্ষত!
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৮
৪৫ বলেছেন: পর্যাপত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।