নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

ঠুকরে খেয়ে গ্যাছে দিন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

ঠুকরে খেয়ে গ্যাছে দিন ধান শালিকে,
হুশ করে দুখানি ডানার আন্দোলন,
চুপিসারে নিভিয়ে গেছে আলো।

মায়ের আঁচলের কি দারুণ ছোঁয়া কপালে
বাবার দুবাহুর ধীর আলিঙ্গন-আশীষ
মানুষের মনে থাকে সব;
শিশির অথবা দোয়েলের শিশ।

মুক্তির আনন্দের চেয়ে নিরানন্দ অনুরাগে
ঠুকরে খেয়ে গেছে সময় আর কিছু দিন।
প্রিয়তম রোদেলা ঘুমের বাড়ি
পুকুরের কাছে জমা দুপুরের ঋণ।

নীড় খোঁজা রাস্তায় পৃথিবীই নীড়
চোখে জল টলমল, পড়ে না; স্থির।
কখনো বেঁকে যায় অন্য দেশে
নদীরাও কেঁদে কেঁদে দারুণ ভালোবেসে।

চোখে জল। জল নিয়ে ফিরে যাই নীড়ে,
জীবনের না পাওয়া তুমি এসো ফিরে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৬

৪৫ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৮

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা পড়লাম। ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৫

৪৫ বলেছেন: সেশি আপনাকে ধন্যবাদ। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.