নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

বিপ্রতীপ

২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১২

একটু গড়িয়ে নাও; বিছানায় মধ্য দুপুর।
জড়িয়ে নাও নকশী কাঁথা; তোমার আনন্দপুর।

শুনি, প্রয়াত ধ্বনি; - কাচের চুড়ির এবং
বিগত ইচ্ছেকালের একটি নিহত স্লোগান।
গোলাপের সুগন্ধিকাল চেপে রাখা বইটি জানে
কতটা বিখ্যাত এই স্মৃতির উদ্যান।

ঘুম ভেঙে গেলে, এই পরিসর এবং প্রশস্ত বিছানা,
মনে হবে ওরা মহাকাল থেকে একা,
দম বন্ধ হয়ে আসা অদ্ভুত শূন্যতায়
কান্না পেলে জেনো, পাথরের থাকে না কান্নারেখা।

অনেক রুপোলি মেঘলা স্মৃতির আর্কেড ছেড়ে
বিপরীত হেঁটে আমরা অনতিদূর থেকে বহুদূর,
যার যার করিডোর বুঝে নিয়ে সীমারেখা টানি,
একই বাতাসের মাতমে শুয়ে একই বেদনা কিনি।
..............................................
মে, ২০১৮
হুমায়ুন রশীদ চৌধুরী হল

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধতা জানানোর জন্য লগিন করলাম। অসাধারণ।

বানান ভুল :

শুণ্যতায় = শূন্যতায়
রূপোলী = রুপোলি বা রুপালি (রূপ = সৌন্দর্য অর্থে, রুপা = রুপা ধাতু অর্থে)
হেটে=হেঁটে

ভালো লেগেছে এই শব্দগুলো : প্রয়াত ধ্বনি, নিহত শ্লোগান, পাথরের থাকে না কান্নারেখা।

মাথম শব্দটা তেমন ভালো লাগে নি।

আর্কেড কি অর্কিড?

২৮ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৫

৪৫ বলেছেন: সতর্ক পাঠকের জন্য অজস্র করতালি। ভুল বানানগুলো শুদ্ধ করা হয়েছে।
আর্কেড শব্দের অর্থ- ধনুকাকৃতি ছাদ বা খিলানে ঢাকা পথ, এটি ইংরেজি শব্দ(উৎস: ল্যাটিন)।

২| ২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৪

৪৫ বলেছেন: ধন্যবাদ। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৩| ২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫৭

সেজুতি_শিপু বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম। খুব ভালো লাগলো।আগে আপনার লেখা পড়িনি মনে হচ্ছে।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬

৪৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ। অনিয়মিত ব্লগারের লেখা সামনে আসে কদাচিত। হয়তো তাই পড়া হয় নি।। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৪| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬

৪৫ বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালোবাসা নেবেন।

৫| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১৫

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো +

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৮

৪৫ বলেছেন: ধন্যবাদ বিষাদ সময়। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৬| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৩

অধীতি বলেছেন: সুন্দর, দারুণ হয়েছে

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৮

৪৫ বলেছেন: অধীতি আপনাকে ধন্যবাদ। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.