নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
আঁধার নেমেছে রাত্রি ঘনায়/
কপট ছোবলে চুমুর ফনায়/
আমায় নাইবা নিলে;/
মনে নেই?/ সে নদের কথা কি?/
নিতো যে চাঁদের ছায়াটি গিলে!/
তুমি সে নরম ঢেউয়ের মতোই ছিলে?/
আমি যে বিভোল সুরের মদিরা পালে/
নৌকো হাওয়ায় উজান চলে না জেনে/
ভাটির স্রোতে তোমাকে ভাসিয়ে নদী/
শুণ্য ঘাটের শেষ সিঁড়ি অবধি,/
বুকজলে ডুবে সুদূর পশ্চিমে চেয়ে রই/
বেলা ডুবে গেলে, খেলাশেষ বুঝি?
দেখো, ভোর আসে ওই।
▫️
গেরামের পথে ঝিঁঝিঁর সাথে পাতিয়ে মিতালী সই/
ঘুটঘুট্টি যে নামতো আঁধার!/ সেসব আঁধার কই?/
জোনাক-দেখা সে পথের রেখায় ভাঁট-মহুয়ার-ফুল,/
ঘ্রাণে চেনা সে পথের নিশানা আরো বেশ নির্ভুল;/
তুমি সে পথের আগড় ছিলে না বুঝি?/
মৌরী মহুয়া বৈচী ঝোপে হারানো ঠিকুজি!/
সেসব রাতের মহুল মহুয়ার তুমি সে সুরভি ছিলে?/
তবু-
সুখের ঘেরাণ তুমিও ছড়াতে; জানে তা ভুবন চিলে।
▫️
কথারা ফুরোলে মানুষও ফুরায়?/
তুমিও ফুরোতে জানো?/
অথচ,
কথা না দিয়েই নিয়ত ফেরে ভোর;/ ফেরে আযানও।
বাতাসের মাতমে তাই/ প্রিয় নিঃশ্বাস খোঁজে ঠাই,/
এই পলিদ্বীপে এসে/ আবার হারাবো রাই,/
মদিরা বিভোল রাতে/ তোমায় পেয়েছি যেথা/
সুখের ঝিনুক যদি /কুড়িয়ে পেতাম সেথা!/
যেথায়-
হাওর গাঙ্গের জল / আমায় খেয়েছে গিলে
আর সে তুমিই শুধু/ সুখের ছায়াটি ছিলে।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৪
৪৫ বলেছেন: মৌন পাঠকের জন্য ভালোবাসা। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৪
৪৫ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আমার নিয়মিত পাঠক। ভালোবাসা নেবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫২
মৌন পাঠক বলেছেন: বাহ, দারুন! লিখেছেন।