নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
অবন্তী, নিমগোটা দেখেছো নিশ্চয়ই
ওপরে সবুজ
ভেতরে তিতার সমুদ্র
তোমাকে আজকাল বড়বেশি নিমগোটার মতো লাগে কেন?
যেনো তিতা আঙ্গুরের থোকা!
গ্রেপস আর সাওয়ার বলে ফিরে এসে দেখি;
আঙ্গুরের থোকা বাজারে কেনা যায়।
আমি সেদিন থেকে নিমগোটার দিকে তাকাই
আর তোমার কথা ভাবতে থাকি।
কেননা নিমগোটা বাজারে বিকোয় না!
তোমাকে ভাবতে ভাবতে আমার ভাবনা
কচলানো লেবুর মতো তিতা হয়ে গেলো।
আমি ভাবতে থাকি, আমি ভাবতে থাকি তবু।
ভাবনাগুলো আরো তিতা হতে হতে
ফলবতী নিমগাছে থোকায় থোকায় জমে গেছে!
তোমার সাথে আমার সম্পর্কও এতটাই তিতা ছিলো যে,
মাঝে মাঝে নিমগাছকে জাতীয় বৃক্ষ মনে হতো!
অবন্তী, আমার ওষধি বৃক্ষ তুমি;
আমি ভালো নেই একদম।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৩
৪৫ বলেছেন: কৃতজ্ঞতা জনাব স্মৃতিভুক। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৩
৪৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫৮
স্মৃতিভুক বলেছেন: ভালো লেগেছে কবিতাটি। নিম-ফলের উপমাটা দারুন ছিল।
আপনার রসবোধ বেশ প্রবল।