নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

পুনশ্চ

০৮ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৪

এ তো আলোর দিন,
বাংলার নদী মাঠে আসে বরষা,
সব মৃত ঘাসপোকাদের শবে পিপীলিকার হেঁটে চলা অবিরাম;
আর-
নরম ঘুমের গন্ধে ভরপুর তোমার শরীরে মেঘের ভাষা;
একটি নক্ষত্রকে কেবল তাড়িয়ে দিচ্ছ আর
যে পাখি পোষ মানে না, খবর নিচ্ছ তার
(আমি জানি তার খুঁটে খাওয়া প্রতিটি খুদের আকৃতি) ;
ইদানীং ঘুমের সময় কেবল মনে হয়
আমাকে পাহারা দিচ্ছে কোন কালসাপ,
যার পাশে তুমি নিশ্চিন্তে ঘুমাও।
ভাগ করে নেয়া সুখের এই দিন এই রাত,
দুজনের ভালোলাগা ভাঁটফুল-মাঠ।
তুমুল অবিশ্বাসে সে খুশির
উপর দুভাগ করে চলে গেছে
বারোটার মেইল।
তুমি দুঃখ এবং বিস্তীর্ণ খরা বারোমাস;
জানো নি বীজের সুপ্ত দিনের ইতিহাস।
একদিন বর্ষা এলে ঠিক পুণরুত্থান হবে অঙ্কুরোদগমে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩০

৪৫ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। প্রত্যুত্তরে দেরী হবার জন্য ক্ষমাপ্রার্থী।

২| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩১

৪৫ বলেছেন: কৃতজ্ঞতা রাজীব নূর ভাই❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.