নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভুল প্রেম

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৭

রোদ্দুর পথে পথে বিষন্নতা
বিষণ্ণ সব পর্ণমোচী;
শতাব্দী কেটে যায়, আর কতদিন,
আরো কতো দিন- এই পর্ণমোচী শোক?

সে সময় অফুরান,
অগণিত জোনাকির দারুণ শরৎকাল।
তখন বালকবেলা,
আমাদের মাঝে সেই সাঁকোটা দুলছে দোদুল;
তখন একুশসাল।

সাঁকোটা ভেঙে গেছে, এখন কত ব্যবধান;
অনন্ত জোছনার অগণিত জোনাকির সেসময় তবু অফুরান।

অথচ আমিও জানিতো,
কিছু রোদ্দুর প্রখর শাণিত;
তোমাকে শেখানো প্রেম ও দ্রোহ
এনেছে কেবল তুমুল বিদ্রোহ।
প্রিয় রোদ্দুর, প্রিয় বিনতে, তুমিও জানতে!
তোমাকে মেনেছি শতবার শত ভুল ও ভ্রান্তে।

রোদ্দুর পথে পথে বিষন্নতা বিষণ্ণ সব পর্ণমোচী
আর কতোদিন- এই পর্ণমোচীর শোক?
শতাব্দী কেটে যায়, কেটে যায় কতদিন!
তবু আমাদের ভুল প্রেম ফসলের গানে মাতায়
পৃথিবীর সব পতিত জমিন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর পর্ণমোচী

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৫

৪৫ বলেছেন: বাকপ্রবাস, শুভেচ্ছা নেবেন। কৃতজ্ঞতা

২| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১১

অর্ক বলেছেন: দারুণ!

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৬

৪৫ বলেছেন: অর্ক, অশেষ কৃতজ্ঞতা জনাব

৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১১

৪৫ বলেছেন: কৃতজ্ঞতা ভাই

৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে। ভালো লেখেন আপনি।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১২

৪৫ বলেছেন: শুভেচ্ছা নেবেন সাধু❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.