নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
আফিম নয়!
বরং দিন হোক
রঙ্গিন ফরাসের মতো।
একটিমাত্র সে ভোর শুধু ;
সেরকম একটি ভোর চাই আকাঙ্ক্ষিত ।
ধোঁয়ার মতো উবে যাওয়া সেসব ভালো থাকা দিনগুলো!
আহা!
চাই চাদরের উষ্ণতা সেরকম সে মাঘের শীতের
চাই রোদ্দুর-ক্লান্তিতে জিরোবার প্রশান্তি
চাই অযথা অভিযোগহীন তোমাদের পৃথিবী।
তুমি তো জানো প্রভু!
এসব মিথ্যে চাওয়া মোর,
মা বলেছেন- আমরা দুটি ভাই ঈশ্বরের!
আমাদের পরিপূর্ণ জীবন।
চাই নে প্রভু চাইনে কিছুই,
পরম সে সত্য, সে মুক্তির তরে-
তোমারেই ডাকি প্রভু, তোমারেই ডাকি; নিষ্কামে।
যা দিয়েছো না চাইতেই; খুশিই তাতে,
তুমি তো জানোই প্রভু-
তোমার সন্তান আছে সত্যিই ভালো,
যদিও ভেজাল দুধে-ভাতে।
▪️
জুন ২২, ২০২৪
এইচ এ আর এস, বারি, খাগড়াছড়ি
২| ২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২৪ রাত ১১:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...