![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
সারাদিন অনলাইনে থেকে ক্লান্ত হয়ে থাকা ছেলেটা যখন একটু স্বস্তি খুঁজছে তখন মেসেজ অপশনটা হঠাৎ হলুদ হয়ে ওঠে
-- আপনার এত ভাব কেন.? এড করলেই তো পারেন.... হুম
-- কি ভেবে এড করে নিলো ছেলেটা
-- হঠাৎ একদিন ছেলেটা স্টাটাস দিলো - "Feeling Sick "
( অচেনা আইডিটা থেকে মেসেজ কি হয়েছে)
-- হঠাৎ শরীরটা খারাপ লাগছে...
-- এখন কেমন..
-- আগের থেকে ভালো
-- খাওয়া-দাওয়া ঠিকমত হয়না বুঝি
-- না হয়
-- তাহলে এমন অবস্থা কেন
-- জানিনা
-- সিগারেট খাও
-- না
-- তাহলে এখন ডাক্তারের কাছে যাও
-- একটু দাড়াও
-- বসে আছি
-- হুঁ.....
-- তুমি শুধু শুধু টেনশন করছো
দরকার নাই তো ... আমি এমন কেউ না, যার জন্য টেনশন
করতে হবে !!"
-- সেটা বুঝতে হবে না ... এক্ষুণি হসপিটালে যাও !!"
--আমি মারা গেলে আমাকে ভুলে যাবে না তো ??"
-- এইসব আজেবাজে কথা বলে আমাকে কাঁদাচ্ছো কেন ??"
-- সরি ... যাচ্ছি হসপিটালে ... কান্নাকাটি বন্ধ করো...প্লি....জ!!
-- এসে আমাকে নক করবে ... না আসা পর্যন্ত অটোমেটিক চোখ
থেকে পানি পড়বে !!"
তারপর ছেলেটা চ্যাট অফ করে দিলো,
মেয়েটাও একটু পরে চ্যাট অফ করে দিলো।
দু'জনে আবার খুঁজে নিলো অন্য কোনো আইডি মানুষের ইমোশন নিয়ে খেলতে
আসলে, এদের মধ্যে কারোরই শরীর খারাপ করেনি ... এদের
মধ্যে কেউই কাঁদছিল না ... কেউই
হসপিটালে যায় নি ... কেউই টেনশন করছিল না !
মানুষের ইমোশন নিয়ে খেলার মধ্যে কিছুটা পাশবিক আনন্দ পাওয়া যায় শুনেছিলাম....
সত্যিই ভার্চুয়াল জগতটা বড়ই বিচিত্র !! সকল ভাবনাই কিভাবে অল্প সময়ের মধ্যে শেয়ার হয়ে যায় আবার মিটেও যায়
#অভ্র
©somewhere in net ltd.