নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া-পাকিস্তানের সাথে বাংলাদেশীদের সম্পর্ক

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

ইন্ডিয়া পাকিস্তান এরা দুই দেশ ই বাঙ্গালীদের জন্যে,
বাংলাদেশের জন্যে মারাত্নক ক্ষতিকর। শুধুমাত্র ক্রিকেট এর
জন্যে অনেক বাংলাদেশি এই দুই দলের সমর্থন করে। কিন্তু
সৌরভ গাংগুলী ছাড়া অন্য কোন ক্রিকেটারকে দেখিনি,
বাংলাদেশ টিম আর বাংলাদেশ কে নিয়ে ভালো কিছু বলতে।

শোয়েব আক্তারের মত চরম চুতিয়া গতকাল ও বাংলাদেশের
প্লেয়ার নিয়ে বাজে মন্তব্য করেছে। তারপরো কেন
আমরা পাকিস্তান বাইন*ত দের সাপোর্ট করি????

পাকিজারজের পুর্বপুরুষেরা ২৩ বছর আমাদের লুটেছে, ধর্ষন
করেছে, মেরে ফেলেছে। পাকিরা স্রেফ মুসলিম উগ্রবাদী দেশ
বলে, অনেক বাংগালী মুসলিমের সাপোর্ট পায়।
সেটা কতটা যুক্তিসংগত??? কিছু বেহায়া নারী আবার
প্লাকার্ডে লেখে, "হে আফ্রিদি, Marry Me"..... ছিহ।

বাংলাদেশে জংগিবাদের অর্থায়নে পাকিদের সহায়তার
জন্যে, কিছুদিন আগেই পাক রাস্ট্রদুতকে stand release
করা হলো বাংলাদেশ থেকে, জানেন না?

আর স্বাধীনতার পর ৪৩ বছর বছর ধরে ইন্ডিয়া আমাদের বাঁশ
দিয়ে যাচ্ছে। Naughty মমতা ইনিয়েবিনিয়ে বুঝিয়ে দিয়েছে,
তিস্তাচুক্তি অসম্ভব!!! তবু আমাদের দেশের প্রায় সব হিন্দুরাই
স্রেফ ধর্মীয় দৃস্টিকোন থেকে, এদেশে বাস করা সত্ত্বেও
ইন্ডিয়ায় টাকা পয়সা পাচার করে, বাড়ি গাড়ি বানায়। যেন
তাদের বাংলাদেশে অত্যাচার করা হচ্ছে!!!
নরেন্দ্রমোদী নির্বাচিত হয়েই বলেছিলো, সব
বাংলাদেশী লোগোকো ইন্ডিয়া ছে বাহার কার দো...
মনে নেই???

আজীব লাগে। এতকিছুর পর ও যখন কোন
বাংগালী ইন্ডিয়া পাকিস্তান সাপোর্ট করে। এই
মানসিকতা নিয়ে বাংলাদেশে যারা বাস করছে, এদের জন্ম
পরিচয় নিয়ে, আমি সত্যি সন্দিহান। ধিক তোদের। ধিক তোদের
নষ্ট মানসিকতার। ইয়াক থু। সাপোর্ট যদি করতেই হয়, অন্য
যে কোন দলকে করুন। ওই চুতিয়াদের খেলা দেখাও বয়কট করুন।
প্লিজ।

"যেসব বংগেতে জন্মে হিংসে বংগবানী, সেসব কাহার জন্ম,
নির্ণয় ও না জানি....."

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.