![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
তিস্তা বিষয়ে মমতাদি আবারও আলোচনার আশ্বাস দিলেন।
.
আর আমরা আশ্বাস পেয়ে এইবেলাও তাকে ইলিশ খাওয়াবো ।
কারন আমরা জানি, মমতাদির কাছ থেকে জল খসানো কত
কঠিন!! তাদের পেটে যাবে ইলিশ আর আমাদের পেট ভরবে আশ্বাসে।
.
এরপর?
এরপর দুই বাংলাকে এক করে দেওয়ার জন্য দুই দেশের সরকারের
কাছে অনুরোধ করে পশ্চিমবঙ্গের নায়ক দেব বলেন, "দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সব কিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া দরকার" !!
.
আহা! আর ওপার এপার বাংলা শুনতে ইচ্ছা হয় না, পাসপোর্ট
খানা আর সবুজ রাখার দরকার কি? স্বাধীন
দেশে নীতিনির্ধারনী ব্যক্তিদের সামনে একটি স্বাধীন
দেশকে আরেকটি দেশের প্রদেশের সাথে মিশিয়ে দেয়ার
আশা ব্যক্ত করার সাহস করেন কোলকাতার দেব !!
.
কিহে ভুপেন ? হবেনা হ্যাশট্যাগ?
হবেনা "#দেশকে_ইন্ডিয়া_বানাতে_দেব_না"? হবেনা "দেশের
স্বার্বভৌমত্বের উপর চপেটাঘাত" ? হবেনা প্রতিবাদ, মানববন্ধন, ইভেন্ট?
না। কারন আমরা সেই দেশি নাগরিক, যাদের
বর্ডারে গুলি করলে-নদীর পানি শুকিয়ে মারলে-ব্যবসা খেয়ে দিলে-বিনা ফি তে ট্রানজিট নিলে-সুন্দরবন
ধ্বংস করলে- দেশ থেকে ২১০০০ কোটি টাকা প্রতিবছর
সরিয়ে নিলে- শ্রমবাজার খেয়ে দিলে-ফেলানীর মতো হাজারো তরুণীদের লাশ কাঁটাতারে ঝুলে থাকলে আমাদের ৭০ ভাগ
লোককে টাউট বললে এমনকি দিনের পর দিন ভারতে আমাদের
ক্রিকেট খেলা অচ্ছ্যুত করে রাখলেও
আমরা প্রতিবাদী হতে পারিনা। আবার দেবদের জন্যই আমাদের
কিশোরি আত্মহত্যা করে, পাখির মতন বর্ডারে গুলি করে মারার
পরও পাখি ড্রেসের জন্য আমাদের মেয়েরা মরে।
সব লুটে পুটে নেয়ার পর আর দেশ এক হতে সমস্যা কি ভেবেই
আমরা খুশি থাকতে পারি। কারন আমরা সুখী দেশের তালিকায়
অনেক উপরে!
.
.... কারন আবেগী ভুপেন মারা খেলেও আবেগাপ্লুত হয়ে বলি -
.
"ভালই দিয়ে গেলেন দাদা , আবার আসবেন"!!
---------
অন্ধকার আকাশ্
------
.
#অভ্র
©somewhere in net ltd.