![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
জাগো বাঙলা-জাগো বাঙালি
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)
_____________________
দেশ চলেছে সামনে পানে
নেতা মহাশয় পিছন টানে
নিক্তি হাতে পুঁজিবাদি
বিশ্ব হাসে প্রহসনে।
জ্বলছে আগুন এই ফাগুনে
পুঁড়ছে মানুষ অগ্নি বানে
কিসের টানে-কোন সে বানে
কেউ জানে না-নেতায় জানে!
জাগো বাঙলা-জাগো বাঙালি
জাগো বিবেক বান
আর নইতো এই সন্ত্রাস
এবার-লাগাম ধরে টান।
ওরা সন্ত্রাসি-ওরা বি'জাতি
ওরা নয় কোন বাঙালি
ভাঙতে হবে-রুধিতে হবে
ওদের কন্ঠ নালী।
এই বাঙলা সব বাঙালির
নেই কোন জাতি ভেদ
ওরা মিষ্টি মিষ্ট কথা বলে
করছে সৃষ্টি বিভেদ।
আজ জেগেছে বাঙলা-জেগেছে বাঙালি
জেগেছে বিবেক বোধ
এসো তরুন-এসো বিবেক
ওদের-করবো এবার রোধ।
নর্দমার ঐ কীট ওরা
সন্ত্রাসি নামধারী
হায়না ওরা-শকুন ওরা
বহুরুপী নাম জারি।
রক্তে কেনা এই বাঙলায়
নেইতো ওদের ঠাই
আজ শপথ নিবার এইতো সময়
সকল বাঙালি ভাই ভাই।
___________
অন্ধকার আকাশ্
-------------
#অভ্র
©somewhere in net ltd.