নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

ক্রোধ কিংবা রাগ নিয়ন্ত্রনের শিক্ষামূলক গল্পX((

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:১০

"একটি শিক্ষনীয় গল্প সবাই পড়বেন।"

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড
রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক
ভর্তি ব্যাগ দিল
এবং বললো যে,
যতবার
তুমি রেগে যাবে ততবার
একটা করে পেরেক
আমাদের
বাগানের কাঠের
বেড়াতে লাগিয়ে আসবে।
প্রথমদিনেই
ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭
টি পেরেক
মারতে হলো। পরের
কয়েক
সপ্তাহে ছেলেটি তার
রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তাই
প্রতিদিন
কাঠে নতুন
পেরেকের
সংখ্যাও
ধীরে ধীরে কমে এলো।
সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের
বেড়ায়
পেরেক বসানোর
চেয়ে তার
রাগকে নিয়ন্ত্রন
করা অনেক
বেশি সহজ। শেষ
পর্যন্ত
সেই
দিনটি এলো যেদিন
তাকে একটি পেরেকও
মারতে হলো না।
সে তার
বাবাকে এই
কথা জানালো।
তারা বাবা তাকে বললো,
এখন
তুমি যেসব
দিনে তোমার
রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন
করতে পারবে সেসব
দিনে একটি একটি করে পেরেক
খুলে ফেলো। অনেক
দিন চলে গেল
এবং ছেলেটি একদিন
তার
বাবাকে জানালো যে সব
পেরেকই
সে খুলে ফেলতে সক্ষম
হয়েছে।
তার বাবা এবার
তাকে নিয়ে বাগানে গেল
এবং কাঠের
বেড়াটি দেখিয়ে বললো,
'তুমি খুব ভাল
ভাবে তোমার কাজ
সম্পন্ন
করেছো, এখন
তুমি তোমার
রাগকে নিয়ন্ত্রন
করতে পারো কিন্তু
দেখো,
প্রতিটা কাঠে পেরেকের
গর্ত
গুলো এখনো রয়ে গিয়েছে।
কাঠের
বেড়াটি কখনো আগের
অবস্থায়
ফিরে যাবে না।
যখন
তুমি কাউকে রেগে গিয়ে কিছু
বলো তখন তার
মনে ঠিক এমন
একটা আচড়
পরে যায়।
তাই নিজের
রাগতে নিয়ন্ত্রন
করতে শেখো।
মানসিক ক্ষত
অনেক সময়
শারীরিক
ক্ষতের চেয়েও
অনেক
বেশি ভয়ংকর।"

------------
অন্ধকার আকাশ্
------------

#অভ্র

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: খুব খুব সুন্দর ভাইয়া। তবে রাগ বা ক্রোধ যে নিয়ন্ত্রন করতে না পারে তা তার জন্য যে কতখানি ক্ষতিকর তা সেই ব্যাক্তি বুঝতেই পারেনা। যদি সে একটাবার ফিরে তাকাতো পেছনের দিকে যে তার এই রাগ বা ক্রোধের কারণে জীবনে কি কি হারিয়েছে তাহলে হয়তো একটু হলেও চেষ্টা করতো। কিন্তু অল্পে রেগে যাওয়া বা নিজেকে নিয়ন্ত্রন করতে না পারা মানুষগুলো তা করেনা এবং সব সময়ই অন্যকে দোষারোপ করে ও নিজের সাফাই নিজের কাছে গাইতে পছন্দ করে।

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: Click This Link


আমার এই পোস্ট পড়ো ভাইয়া।:)

৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১২

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: ধন্যবাদ....#শায়মা_আপু

৪| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: সম্পূর্ণতা এ্যাবাউট ক্রোধ খুব ভালো লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.