নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাংকার

জােবদ৭৯১৬

সাধারণ একজন মানুষ

জােবদ৭৯১৬ › বিস্তারিত পোস্টঃ

আত্মীয় বিড়ম্বনা

১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৬

আমরা সবাই মনে করি ধনী/বড়লোক আত্মীয়-স্বজন থাকা ভালো। বিপদে-আপদে সহযোগিতা নেওয়া যায়। কিন্তু এই ধনী/বড়লোক আত্মীয়-স্বজনদের জন্যই আবার আপনি বিপদে পড়া, লজ্জায় পড়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিরকম তার কিছু উদাহরণ দিলাম:

১। আপনি যদি ধনী আত্মীয়-স্বজনদের কোন উদ্দেশ্য ছাড়াই সুসম্পর্ক রাখেন বা রাখার চেষ্টা করেন, তাদের বাড়িতে পারস্পরিক আসা যাওয়া করেন, তাহলে আপনার অন্য আত্মীয়-স্বজনদের মধ্য গভীর সমালোচনা শুরু হবে। যার প্রধান বিষয় হবে আপনি বিশেষ সুবিধা নেওয়ার জন্য এই সুসম্পর্ক বজায় রাখছেন।

২। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিতে গিয়ে বিড়ম্বনায় পড়বেন। কারন আপনি সেই ধনীদের সমান উপহার হয়ত দিতে পারবেন না।

৩। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে লজ্জায় পড়বেন। কারন এসব অনুষ্ঠানে ধনী আত্মীয়-স্বজনদের সমাদর বেশি করা হবে।

৪। পারিবারিক কোন বিষয় আলোচনা হলে, যার টাকা-পয়সা বেশি তার মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যদি সেটা যৌক্তিক নাও হয়।

৫। সবচেয়ে বেশি যে বিষয়টাকে পীড়া দিবে সেটা হল, বেশি বড়লোক আত্মীয়-স্বজনদের বাচ্চা কাচ্চাকে অন্যারা বেশি আদর-যত্ন করবে। যেটা আপনিসহ আপনার বাচ্চাদেরও বিব্রত করবে।

৬। তাদের সবকিছুই সবার কাছে ভালো বলে গণ্য হবে, যদিও আসলে সব ভালো না।

বি:দ্র: সর্বক্ষেত্রে এবং সবার জন্য এটা প্রযোজ্য নয়। আমার পর্যবেক্ষণে ভুলও হতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৬

জােবদ৭৯১৬ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৫১

এইচ এন নার্গিস বলেছেন: একেবারে ঠিক কথা। একই অভিজ্ঞতা আমার আছে।

৩| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০১

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।

৪| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মন থেকে হিংসা ঝেেড়ে ফেলে দিতে হবে।
বিনয়ী হতে হবে।
সততাও সত্যবাদিতা হৃদয়ে ধারণ করতে হবে।

৫| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: সব জায়গায় কিছু না কিছু সমস্যা থাকে।

বুঝেশুনে চলতে হয়। আবার বুঝেশুনে চললেও অনেক সময় কাজ হয় না।


এই তো জীবন।

৬| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: এরকমটা আমি ভাবি না।
আমি সবাইকে একই রকম আদর করি। ভালোবাসি।

৭| ২০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ধনী আত্বীয়দের সবাই একটু বাড়তি কদর দিয়েই চলে আমাদের সমাজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.