নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনীয় কিছু তথ্য-Information

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৯

মাছের কাটা গলায় আটকে গেলে লেবুর শরবত খান
তাহলে কাটা নরম হয়ে নিচের দিকে যাবে ।

পিপঁড়া শশাকে খুব অপছন্দ করে তাই পিপঁড়ার উপদ্রব
থেকে বাঁচতে এটি ব্যাবহার করুন ।

কাপড়ে চুইংগাম লেগে গেলে কাপড় ২০ মিনিট ফ্রিজে রাখুন, দেখবে চুইংগাম উঠে যাবে ।

সাদাকে আরও সাদা করতে হলে গরম পানিতে লেবুর রস মিশিয়ে কাপড় কাঁচেন ।

ডিম তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তাহলে গরম পানির সাথে লবন
মিশিয়ে সিদ্ধ করুন ।

শরীরকে ঘামমুক্ত রাখতে হলে টেনশন করবেন না। যতবেশী টেনশনে থাকবেন ততবেশী ঘাম হবে ।

মোবাইলের কার্ড নক দিয়ে ঘষিয়ে তুললে ত্বকে ক্যান্সার
হয় ।

একটি সিগারেটে চারহাজার রাসায়নিক পদার্থের মিশ্রন থাকে । যা সুস্থ মানুষের দেহে ইনুসুলিন দিয়ে প্রবেশ করালে মৃত্যু অনিবার্য


মাছ,ফলমুল,সবজি এগুলোতে ফরমালিন আছে কি না বুঝতে হলে এগুলোকে এমন জায়গাতে রাখুন যেখানে মাছি আছে ।
যদি মাছি বসে তাহলে এটি ফরমালিন মুক্ত ।

মোবাইলের ব্যাটারি বেশী দিন ভাল রাখতে চান, তাহলে মোবাইল
চার্জে লাগিয়ে টিপাবেন না।

-----------
অন্ধকার আকাশ্
----------

#অভ্র

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:


+++++++++++++

২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪২

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: :-X:-X:-X

৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৮

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ শেয়ার । কাজে লাগবে । ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৪| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: হুম.....:-D:-D

৫| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫

রাখালছেলে বলেছেন: আপেলের গায়ে কি মাছি বসে । জানিয়ে কৃতার্থ করেন।

১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: কি ধরনের আই মিন কেমন ধরনের আপেলের কথা বলছেন আপনি.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.