![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
অনেক ঘুরে দেখলাম এই জিনিষটা নিয়ে কোনো লেখা নেই, তাই ভাবলাম লিখেই ফেলি দু'এক কলাম।
বিভিন্ন প্রকার মদঃ
ভদকা (পোলীয় ভাষায়: wódka, রুশ ভাষায়: водка) হচ্ছে এক
প্রকার পাতিত কড়া মদ।কড়া মদগুলোর
মধ্যে ভদকা বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। পানি ও ইথাইল
অ্যালকোহলের সাথে বিভিন্ন প্রকার ফ্লেভার মিশ্রিত
করে ভদকা তৈরি হয়। সিরিয়াল, রাই, গম, আলু, মিষ্টি আলু,
বা চিটাগুড় যে-কোনো একটির গাজনকৃত তরল
থেকে ভদকা তৈরি করা সম্ভব।ভদকায় অ্যালকোহলের
উপস্থিতি সাধারণত শতকরা ৩৫ থেকে ৫০ ভাগের
মধ্যে সীমাবদ্ধ থাকে। রাশিয়ান, লিথুনিয়ান, পোলীয়ভদকার
ক্ষেত্রে এর আদর্শ পরিমাণ মোট আয়তনের শতকরা ৪০ ভাগ
(৮০% প্রুফ)।
ঐতিহাসিকভাবে, অ্যালকোহলিক-প্রুফের আদর্শ
মানটি এসেছে রুশ ভদকার আদর্শ মান থেকে, যা ১৮৯৪
সালে প্রতিষ্ঠিত করেছিলেন রাশিয়ার জার তৃতীয়
আলেকজান্ডার। মস্কোতে অবস্থিত ভদকা জাদুঘরের
প্রতিবেদন অনুযায়ী রসায়নবিদ দিমিত্রি মেন্দেলিয়েফ
আদর্শ অ্যালকোহলের পরিমাণ ৩৮% নির্ধারণ করেন। কিন্তু
সেসময় পাতিত স্পিরিটের শুল্ক নির্ধারণ
করা হতো অ্যালকোহলিক শক্তিক্ষমতা অনুযায়ী, আর এই শুল্ক
নির্ধারণী হিসাব সহজ করতে এই হার কিছুটা বাড়িয়ে ৪০%
করা হয়।
ইহা শীতকালে শরীর গরম রাখে, শীত প্রধান
দেশে এর চাহিদা অনেক। তুলনামূলক ভাবে খাঁটি অ্যালকোহল
বেশি হওয়ায় এর স্বাদ ঝাঁজালো।
দাম-
দেশী কেরু কোং আর টা ১৩০০-১৫০০ টাকা, বিদেশী ব্যান্ড
২৫০০-৩৭০০ টাকা।
বিয়ার পৃথিবীর প্রাচীনতম ও জনপ্রিয়তম মদের অন্যতম ।
সারাবিশ্বে প্রতি বছর ৩৫ বিলিয়ন গ্যালন (১৩৩ বিলিয়ন
লিটার) বিয়ার বিক্রি হয়। এটি এক প্রকারের গাঁজনকৃত ও
কার্বনযুক্ত পানীয়, যা চোলাইকৃত যব, ও পানির মিশ্রন
হতে তৈরি করা হয়। মার্কিন ঘরেবানানো বিয়ার
প্রতিযোগিতার উদ্যোক্তাদের মতে ৭০-৮০ আলাদা ধরণের
বিয়ার রয়েছে। প্রতি বছরই বিয়ারের নতুন নতুন ক্লেভার যোগ
করা হয় । ইহার স্বাদ তিতা হয় । সাধারন মদের
চেয়ে বিয়ারে অ্যালকোহল কম থাকে।
দাম-
৩৫০- ২০০০ টাকা
রাম: ১৪শ শতকে এটি মুলত ক্যারিবীয়দের তৈরী কিন্তু ১৬৭২
সালে ইংল্যান্ড এটি প্রস্তুত করা শুরু করে। রাম
কে সচেয়ে ভাল মদ বলে অভিহিত করা হয় । আতে এল
অ্যালকোহলের পরিমাণ ৬৬-৭৬ % হয়ে থাকে। ইহা অত্যান্ত
ঝাঝালো, তীক্ষ্ণ স্বাদযুক্ত ও ঘন লাল বর্ণ হয় ।
দাম-
দেশী- ১৫০০-১৭০০ টাকা, বিদেশী- ২৭০০-৪০০০ টাকা
এছড়াও আছে -
তাড়ি
তালজাতীয় গাছের রস গেঁজিয়ে তৈরি দেশী মদ।
সিজনে দেশেই তিরী হয় ।
দাম-
রাস্তার পাশেই বিক্রি হয় দাম গ্লাস প্রতি ২০-২৫ টাকা
মহুয়াঃ মহুয়া হল এক প্রকার দেশী মদ যা মহুয়া গাছ (Madhuca
longfolia) এর ফুল থেকে তৈরি করা হয় | ভারতের মহারাষ্ট্র,
ঝাড়খন্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ছত্রিশগড়ের সাঁওতাল ও
অন্যান্য উপজাতিয় সম্প্রদায় এই মদ তৈরি করে । দেশী মদের
ভিতর এই মদ একটু দামী। এই মদে মিস্টি একটা গন্ধ
পাওয়া যায় /
দাম-
১০০০-২৫০০ টাকার মধ্যে
হাঁড়িয়াঃ হাঁড়িয়া হল ভাত থেকে তৈরি এক প্রকার বিয়ার
জাতীয় মদ, যা ভারতের বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ
এবং ছত্রিশগড়ে প্রস্তত করা হয় | সিদ্ধ ভাত
এবং হরীতকী একসাথে গাজিয়ে এটি তৈরি করা হয় |
হাঁড়িয়া সম্পুর্ন তৈরি হতে এক সপ্তাহ সময় লাগে |
হাঁড়িয়া ঠান্ডা করে পরিবেশন করা হয় | এতে কোহল এর
পরিমাণ অন্যান্য দেশি মদ বা সুরার থেকে কম ইহাকে কেউ
কেউ বাংলা মদ ও বলে থাকে । এটি উৎকট গন্ধযুক্ত।
অ্যালকোহলের মাত্রা ঠিক ভাবে পরিমাপ করা সম্ভব নয়
বলে এটি পান করা নিরাপদ নয় / /
দাম-
৪০০- ৮০০ টাকার মধ্যে
আরো অনেক প্রকার অনেক ব্যান্ড আছে টেস্ট
কিংবা বিস্তারিত জানা নাই, জানা হলে আপডেট করা হবে।
------------
অন্ধকার আকাশ্
------------
#অভ্র
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে, মানুষকে সময়তে বিভিন্ন পরিস্থিতি থেকে বাঁচার জন্য সব জিনিষ সম্পর্কে ঙ্গান থাকা উচিত......... আশা করি বুঝতে পেরেছেন। #মাহবুব
২| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসল জিনিসটার কথাই তো লিখলেন না ।
হুইস্কি ।
ব্র্যান্ডি বাদ গেছে ।
তবে ইটালিয়ান বটিকার টক টক স্বাদ এখনো মুখে লেগে আছে ।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫২
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: ধুর ব্রো, ওইটা প্রায়ই কম-বেশি সবার মাথায় আছে, কিছুতো আছে মদের নাম শুধু হুইস্কি তাই দেই নাই....... টক টক স্বাদ হে হে হে
৩| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩২
হাসান মাহবুব বলেছেন: এত রাতে পিপাসা পায়া গেলো, কই যাই!
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: বলেছেন: বেশি দূরে যাইতে হইবোনা.... হে হে হে...তেষ্টা রক্তের নাকি পৈশাচিক আনন্দের #হরর_হাসান_ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
জনাব মাহাবুব বলেছেন: মদের বিবরণ তো দিলেন। এইবার পতিতাদের দর দাম নিয়ে একটি পোষ্ট দিয়ে দেন।