নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

"গুগলে মা এর সম্মান"- মা দিবস সফল করার প্রচেষ্টায়

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

ইন্টারনেট ব্যবহার করে অথচ ক্রোম,গুগলের নাম কিংবা ব্যবহার
জানে না এমন পাবলিক নেই বললেই চলে....
.
ক্রোম,গুগল কিনা জানে ??মাছ লিখে সার্চ দিন মৎসবিষয়ক তথ্য চলে আসছে.......ব্লগ লিখে সার্চ দিন সকল ব্লগের লিস্ট কিংবা ফলাফল চলে আসছে.......বাঘ লিখে সার্চ দিন দেখবেন বাঘ বিষয়ক
তথ্য চলে আসছে... ধান লিখে দিন অবশ্যই ধান বিষয়ক বিভিন্ন
ওয়েটসাইট ভিত্তিক তথ্য আপনার সামনে চলে আসবে....
ঢাকা জেলা লিখে সার্চ দিন দেখবেন ঢাকা জেলা বিষয়ক সকল
তথ্য চলে আসবে।
.
আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার মাকে কতটুকু
ভালোবাসেন ??
.
বোকার মত প্রশ্ন তাই না ?? মাকে কতখানি ভালোবাসি এই
কথার উত্তর নাই। কেনোনো কতটা ভালোবাসি তা কোন
ভাবেই ‍উপস্থাপন করতে পারবো না। যদি সমুদ্রের
পানি কালি হয় আর সমস্ত আকাশ লেখার খাতা হয় তবুও
হয়তো মায়ের অবদান আর মায়ের প্রতি ভালোবাসার
কথা লিখে শেষ করা যাবে না।
.
দুঃখের কথা, গুগলে মা লিখে সার্চ দেওয়া যায় না। বাংলায়
মা লিখে সার্চ দিন আর দেখুন কি রেজাল্ট আসে।
.
যারা বাংলা লিখতে পারেন
না তারা মা শব্দটি কপি করে গুগলে দিন তারপর সার্চ দিন।
.
কি চোখ বড় বড় হয়ে গেলো, রাগে মাথা গরম হয়ে গেলো, হাতের
আঙ্গুল গুলি মুষ্টিবন্ধ হয়ে গেলো, মাথায় খুন চেপে গেলো ???
দেখলেন তো আমরা মাকে কতখানি ভালোবাসি ??? তার নজির
গুগলেই পাওয়া গেলো .....
.
এখন বলুন তো এসব কাজ কারা করে ?? আপনার কোন ধারণাই নেই
এ বিষয়ে তাই তো ......
তবে শুনুন এই কাজ গুলি কারা করে নাস্তিকদের চিনেন তো ??
.
এরাই এসব বেশি করে। কেনোনা নাস্তিকদের কাছে ঐশ্বরিক
কোন আদেশ নিষেধ নেই। এরা বলে আমরা সবাই মানুষ আমাদের
আর কোন পরিচয় নেই। মা, বোন, বউ এসব সব এক......পরিচয় এক
সূত্রে গাথা আর তা হলো তার সকলেই নারী।
.
আমরা যারা ধর্মে বিশ্বাসী তাদের কাছে মা হলো জান্নাত,
স্বর্গ এর মত, বোনের মর্যাদা আলাদা, বউয়ের মর্যাদা আলাদা ।
অর্থাৎ তাদের পরিচয় নারী হলেও তারা ধর্ম বিশ্বাসীদের
কাছে আলাদা আলাদা রুপে মর্যাদা পায়। যা নাস্তিকদের
ভিতর নেই।
.
আর দুই নম্বর অবস্থানে আছে ভারতীয় বেশির ভাগ নাগরিক।
কেনোনা বেশির ভাগ চটি পেজ গুলির মালিকদের অবস্থান
ভারতে। ভারতীয়দের ভিতর হয়তো এসবের রীতি চালু আছে।

আসুন এবারের মা দিবসে ব্লগ কিংবা মা সম্পর্কিত গল্প কবিতা লিখে মায়ের সম্মানটা ফিরিয়ে আনি
.
---------
অন্ধকার আকাশ্
--------
.
#অভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.