![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
দেশ
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)
------------------------------------------------------
যতেক শয়তানে মিলে উজার করে দেশ।
ইসলামের নাম নিয়ে ইসলাম করে শেষ।।
.
কেউবা ছিলো দালাল এদের,কেউবা আবার উকিল,
কেউবা আবার ভন্ড উকিল,হক্কানী দরবেশ,
বেজায় চালাক এখনি তাই খায়নি কেহ কিল।।
.
দেশের মানুষ মরে যখন পেট্রোল বোমা আর আগুনের শিখায় ভাই,
এদের ঘরে কোর্মা-পোলাও কমতি কিছু নাই,
দুলিয়ে চলে এরা তখন গলাতে নেকটাই,(মধু)
বউ-ঝিয়ারী বাধেঁ এদের অভিসারের কেশ।।
.
এমন ব্যাপার দেখেনি কেউ চক্ষু দুখান খুলে,
গণতন্ত্র আর সৈরাতন্ত্র বইছে পাশাপাশি,
বাংলাদেশেই দেখতে পাবে দেখতে যদি চাও;
দেখলে বারেক চক্ষুতে আর পড়বেনা নিমেষ।।
.
ধর্মের দোহাই দিয়ে চালায় গলাকাটা রাজনীতি,
গণতন্ত্র মানে কিনা মুখবন্ধ পেটনীতি,
পাকা খেলোয়ার ছাড়া কার এমন বাহাদুরী,
সাধ্য কি আর ধরতে পারে এদের জুয়াচুরি।
কেউ করেনা সন্দেহ তাই অবিশ্বাসের লেশ।।
.
--------
অন্ধকার আকাশ্
--------
.
#অভ্র
.
©somewhere in net ltd.