![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
সকল দুর্নীতির উদোম পিঠে হাত বুলিয়ে আমার স্থলন হয়ে যায়,
অথচ গতকাল সকালেও পেটপুরে খেয়েছিলাম এক পশলা বৃষ্টি
তারপর ভেবেছিলাম উত্তেজক আবহাওয়ার কাছে অলৌকিক
কোনো এক কফিসন্ধ্যায় তুমুলবৃষ্টিকে সাক্ষী করে জমা রেখে দেবো-
এই গ্রহের উজ্জ্বলতম বস্তু!
তুমি লুকিয়ে আনবে হৃদয়,
অথচ, আমাকে জীবন দেখাবে বলে
গতবছর নিয়ে গিয়েছিলে চিলেকোঠায়।
আমি বারবার জিঙ্গেস করি, ভুলে গেছো কি?
তুমি বিরক্ত হলে, হাসলাম।
প্রথম কবে ভালোবেসেছিলাম মনে নেই।
শুধু মনে আছে, প্রথম কবে ঘুরে এসেছিলাম আত্মহত্যাপ্রবণ অঞ্চল।
এই বৃষ্টিস্নাত দিনে ভুলে যাওয়া আর মনে রাখার সার্কাসে
লাভ-ক্ষতি হয় কিনা জানিনা,
প্রেমিকারা তো একা থাকে না,
টাকার বিনিময়ে কিনে নিতে জানে শীতল ভালোবাসা।
ছবিঃ গুগল
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: মানুষের কাছে মিনারেল ওয়াটার (পানি) এর দাম আছে। কিন্তু চোখের পানির কোনও দাম নেই....
২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: মানুষ বরাবরই অবহেলা পছন্দ করে। দেখবেন, আপনি যাকে অবহেলা করেন বেশি সে-ই আপনার পেছনে ঘুরঘুর বেশি করে।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮
আরোহী আশা বলেছেন: ভালো লাগলো। লাইক দিলাম।
আমার নতুন লেখা পড়ে আসার দাওয়াত দিলাম।