![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার রাজ্যের গন্তব্যহীন পথিক আমি...!!
কিছু কিছু মানুষ তোমায় ঠিকই বুঝে নিবে। সে বুঝে নিতে পারে বলেই সে তোমার কাছের মানুষ।
.
তোমার হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্টগুলো ঠিকই তাদের চোখে ধরা পড়ে যাবে। ফোনের এ প্রান্ত হতে তুমি তাকে বলছো। আমি ভালো আছি। কিন্তু অদ্ভুত কোনো এক মায়াবলে অপর প্রান্ত হতে সে ঠিকই বুঝে নিবে তুমি ভালো নেই।
.
তুমি ভালো নেই বুঝতে পেরে সে ব্যাকুল হয়ে উঠবে। তার দুঃখ কষ্ট ভুলে গিয়ে সে তোমার দুঃখ কষ্ট দূরীকরণের হাজারো উপায় খুঁজে বেড়াবে। তার নিজেকে নিয়ে কোনো প্রকার চিন্তা-ভাবনা থাকবেনা। তুমিই তার সব।
.
তোমার দুঃখে তার বুক হাহাকার করে উঠবে। তোমার কষ্টে সে চুপিসারে অশ্রু বিসর্জন দিবে। সে এক অদ্ভুত ব্যাথা অনুভব করবে। যা অন্যান্য ব্যাথার জন্য ওষুধ খেলেও এটাকে সে জিয়িয়ে রাখার চেষ্টা করবে।
.
তোমার সুখেই সে সুখী হবে। তোমার প্রতি থাকবে তার অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসায় থাকবে অতল বিশ্বাস, কিছু মান অভিমান, আর থাকবে পৃথিবীর সবচেয়ে কিছু পবিত্র অনুভূতি।
.
শুধুমাত্র প্রতিদিন দেখা করার নামই ভালোবাসা নয়। সারাটিক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কমিউনিকেট করার নামই ভালোবাসা নয়। রাত জেগে ফোনালাপে ব্যাস্ত থাকার নামই ভালোবাসা নয়।
.
কিংবা কদিন পর পর ডেটিং এ যাওয়ার নামই ভালোবাসা নয়। অথবা সারাটিক্ষণ ভালোবাসি ভালোবাসি বলার নামই ভালোবাসা নয়। অনেক দূরত্বের মাঝে বহুদিন কথা না বলেও ভালোবাসা যায়।
.
কথা বলতে বলতে তার মায়াবি চাহনীর দিকে তাকিয়ে হঠাৎ অন্য কোনো জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা রয়েছে। মন খারাপের রাতে বারান্দায় কিংবা ছাঁদে দাড়িয়ে তার পাঠানো পুরোনো ম্যাসেজ গুলো পড়ে আনমনে হেসে উঠার মাঝেও ভালোবাসা রয়েছে।
.
কিংবা পড়ন্ত বিকেলে শহরের অলিগলিতে হাতে হাত দিয়ে পাশাপাশি হেঁটে চলা আর ধুকপুক বুক বেয়ে বসন্ত নেমে আসার মাঝেও ভালোবাসা রয়েছে। প্রিয় গানগুলো বারবার শোনার সময় লিরিকসগুলো নতুনভাবে অনুভব করে তাকে কল্পনা করার মাঝেও ভালোবাসা রয়েছে। তাকে নিয়ে ভাবার সময় দু এক লাইন লিখে ফেলার মাঝেও ভালোবাসা রয়েছে।
.
এই পৃথিবীতে এরকম অসংখ্য ভালোবাসার উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল ভালোবাসার মানুষের অন্তরে। যার মাঝে এরকম ভালোবাসার কিছু সুপ্ত অনুভূতি অন্তঃনিহিত। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালো থাকুক ভালোবাসার অনুভূতিগুলো।
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১১
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা। :-)
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
পাঠক মানব বলেছেন: কিন্তু অদ্ভুত কোনো এক মায়াবলে অপর প্রান্ত হতে সে ঠিকই বুঝে নিবে তুমি ভালো নেই।[/sb
দারুন কথা।
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
অভ্রনীল হৃদয় বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো পাঠক মানব। ভালো থাকুন।
৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
গেম চেঞ্জার বলেছেন: ভালো থাকুক ভালোবাসা। ভালো থাকুক ভালোবাসার মানুষরা!
০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
অভ্রনীল হৃদয় বলেছেন:
৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
নীল কপোট্রন বলেছেন: দারুন ভালো লাগল!
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২
আলভী রহমান শোভন বলেছেন: কথাগুলো ভালো লেগেছে।