নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল অপূর্ণতায় পূর্ণ আমি। সব অসাধারন মানুষের ভীরে আমি অতি সাধারন এক মানুষ। পেশায় ছাত্র, নেশায় মুভিখোর আর বইপড়ুয়া। নিজেকে খুঁজে পাবার জন্য হাঁটতে থাকি। স্বপ্নের সাথে হাঁটি, স্বপ্নের জন্য হাঁটি। আর মাঝে মাঝে হাবিজাবি লেখি আমার ভার্চুয়াল খাতায়।

অভ্রনীল হৃদয়

অন্ধকার রাজ্যের গন্তব্যহীন পথিক আমি...!!

অভ্রনীল হৃদয় › বিস্তারিত পোস্টঃ

আবেগহীন অনুভূতি

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

মাঝে মাঝে অনিচ্ছাস্বত্বেও অনেক কিছু করে ফেলতে হয়। ইচ্ছেগুলোকে জীবন্ত মাটি চাপা দিয়ে মেরে ফেলতে হয়। নিজ ইচ্ছার বিরুদ্ধে স্বপ্নগুলোকে কাঁচের মতো ভেঙ্গে চুরমার করে দিতে হয়।
.
বাস্তবতাকে মেনে নিতে হয়। আমরা সবাই ই কোনো না কোনো ভাবে বাস্তবতার করাল আঘাতের সম্মুখীন হই। ঠিক সে সময়টিতেই তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন গুলো এক নিমিষেই ধুলিস্নাত করে দিতে হয়।
.
সবাই এটা করতে পারেনা। কারণ সবাই আবেগের মায়াজালের মাঝে আবদ্ধ থাকে। কিন্তু কিছু কিছু মানুষ ঠিকই ওই আবেগের মায়াজাল ভেদ করে বেরিয়ে আসতে সক্ষম হয়।
.
তারা অন্য সবার মতো নয়। একটু ব্যাতিক্রম। তারা নিষ্ঠুর হওয়ার অসীম ক্ষমতা রাখে। তাদের মাঝে কোনো অনুভূতি নাড়া দেয় না। তারা জীবনযুদ্ধে পরোক্ষ ভাবে হেরে গেলেও। প্রকৃতপক্ষে তারাই জয়ী হয়। তারা হেরে গিয়েও জয়ী হয়ে যায়।
.
তাদের মাঝে অনুভূতি নামক ঠুনকো বস্তটি নেই বললেই চলে। কালের পরিক্রমে সবকিছু কেমন যেন ফিকে হয়ে যায়। তাই বলে যে তারা অনুভূতিহীন মানব। এমনটি কিন্তু নয়।
.
দিন শেষে তাদের বুক চিরেও অস্পষ্ট ভাবে ফুটে উঠে।
"দিন শেষে আমরা সবাই একা। বড়ই একা।"
তবুও তারা ভালো থাকে। ভালো থাকার অভিনয় করে যায় প্রতিনিয়ত।
.
তারা বেঁচে থাকে বেঁচে থাকার প্রয়োজনে। অন্যকে মৃত্যুপূরী হতে টেনে তুলে এনে নতুন করে বেঁচে থাকার সহস্র কারণ দেখায়। আর নিজেই তিল তিল করে নিঃশেষ হতে থাকে। কারণ তাদের যে নিজেকে নিয়ে ভাবার মতো সময় নেই।
.
তাদের বুকের বাম পাশেও চিন চিন করে ব্যাথা হয় ।তারাও রাতের নিকশ কালো আধারে চোখের জল ফেলে বোবা সময়টুকু কাটিয়ে দেয় ।আমরা শুধু উপরের দিকটাই দেখি। ভিতরে যে অশান্ত ঝড় বয়ে যাচ্ছে প্রতিটিক্ষণ। তা চোখে পড়ে না আমাদের।
.
এভাবেই তারা হারিয়ে যায় একসময়। ধীরে ধীরে কালের গহবরে!
ইচ্ছে ও স্বপ্ন গুলো আর মিশে না যাক আধারে। আর কোনো স্বপ্ন ভঙ্গ না হোক। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালো থাকুক তাদের অপূর্ণ স্বপ্নগুলো।।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: সকল অপূর্ণতায় পূর্ণ আমি। সব অসাধারন মানুষের ভীরে আমি অতি সাধারন এক মানুষ। পেশায় ছাত্র, নেশায় মুভিখোর আর বইপড়ুয়া। নিজেকে খুঁজে পাবার জন্য হাঁটতে থাকি। স্বপ্নের সাথে হাঁটি, স্বপ্নের জন্য হাঁটি। আর মাঝে মাঝে হাবিজাবি লেখি আমার ভার্চুয়াল খাতায়।

সবকিছু ছাপিয়ে আপনার এ কথাগুলো মনে হল আমার নিজের কথা। অসাধারণ, জীবন হোক আনন্দময়।

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া, শুভকামনা আপনার জন্য। জীবন হোক আনন্দময়! :) :) :)

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: বিস্বাদময় লেখা । ভাল লেগেছে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অভ্রনীল হৃদয় বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সময় করে পড়ার জন্য, ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম। ভাল থাকুন প্রতিটি মুহূর্ত!

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: সবার আগে নিজেকে ভাল রাখতে হবে তবেই অন্যকেও ভাল রাখা যায়। যে নিজে ভাল থাকতে জানেনা সে অন্যকেও কিছু দিতে পারেনা।

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

অভ্রনীল হৃদয় বলেছেন: জ্বি । তা ঠিক বলেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যাতিক্রম ও ঘটে। অনেকেই দুঃখ কষ্টের মধ্যেই জীবন অতিবাহিত করে থাকে। কিন্তু তারা অন্যের সুখের জন্য যেকোনো কিছুই করতে প্রস্তুত থাকে। যেমন ধরুন আমাদের সকলের বাবা কতই না কষ্ট করে সন্তানদের জন্য। তারা শুধু চায় তাদের সন্তান সুখে থাকুক। সন্তানের মুখের হাসির কাছে তাদের কষ্ট যেনো কিছুই না। এরকম আরো অনেক উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। সে যাইহোক, ব্লগে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকুন সবসময়। :)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: কিছু বিষাদ হোক জীবনবোধের জন্য জীবনকে উপোভোগ করার জন্য।ভালো থাকার চেষ্টারত থাকলে জীবন উপভোগ্য হবেই।
কবি সুলতানা শিরীন সাজির কথার সাথে একমত হয়ে বলি--সত্যি বেঁচে থাকাটা দারুণ ব্যাপার

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর কমেন্টে প্রীতিকর জানবেন। ধন্যবাদ জানাই ভাই, নিরন্তর ভালো থাকুন এই শুভকামনা!

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

শায়মা বলেছেন: এতদুঃখ কেনো ভাইয়া? :(

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

অভ্রনীল হৃদয় বলেছেন: বিষাদময় ক্ষণে দুঃখ ভারাক্রান্ত মনে লেখতে বসেছিলাম। তাই লেখাটাও বোধহয় একটু দুঃখময় হয়ে গেলো। :( ব্লগে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল! কেমন আছেন আপুমণি? :)

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

শায়মা বলেছেন: ভালো আছি তবে একটু বেশি বিজি ঝামেলায় আছি। খুব শিঘ্রী ইজি হয়ে যাবো ইনশাল্লাহ।:)

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: বিজি সময় পার করে তাড়াতাড়ি ইজি লাইফে ফিরে আসুন এই কামনা রইলো। :)

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: অনুভূতির অপনলে দগ্ধ না হয়ে যারা প্রিয়জনদের তরে বিলাসব্যসন ভুলে যন্ত্রের মতো খেটে জীবন অতিবাহিত করে, মূলত তারাই সবচেয়ে বেশি অনুভূতিপ্রবন।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

অভ্রনীল হৃদয় বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো হামা ভাই। আপনার মন্তব্যের সাথে পুরো একমত। বিনীত ধন্যবাদ রইলো।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

নীল কপোট্রন বলেছেন: ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালো থাকুক তাদের অপূর্ণ স্বপ্নগুলো!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

অভ্রনীল হৃদয় বলেছেন: :)

৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: বিষাদের লেখা। লেখনী ভাল। ধন্যবাদ

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

অভ্রনীল হৃদয় বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রামানিক ভাই। শুভকামনা রইলো।

১০| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

সায়েদা সোহেলী বলেছেন: তারা নিষ্ঠুর হওয়ার অসীম ক্ষমতা রাখে। তাদের মাঝে কোনো অনুভূতি নাড়া দেয় না। তারা জীবনযুদ্ধে পরোক্ষ ভাবে হেরে গেলেও। প্রকৃতপক্ষে তারাই জয়ী হয়। তারা হেরে গিয়েও জয়ী হয়ে যায়। এই জয়ী হউয়া যে তাদের ফাঁসি র পরোয়ানা শোনায় প্রতিটা মুহূর্তে , যে শব্দ কেউ শুনতে চায় না !!! কিন্তু তাদের নিস্তার নেই প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে তাদের শুনে যেতেই হয় ................................ এরকম জয় যেন কাউকে না দেয় বিধাতা । অনেক মানুষের ভিড়ে যে একা তার ভার অন্য কারও পক্ষে বোঝা সম্ভব নয় ।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, সোহেলী আপু। আপনার মন্তব্যের সাথে পুরো একমত। শুভকামনা রইলো নিরন্তর ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.