| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অভ্রনীল হৃদয়
	অন্ধকার রাজ্যের গন্তব্যহীন পথিক আমি...!!
সেদিন আমি হাসব।
আর তুমি কাঁদবে!
হ্যাঁ। সেদিন তোমার ক্রন্দিত মুখ এর অবয়ব আমার মনের ক্যানভাস এ ভেসে উঠবে।
জানো? কেনো যেনো আগের মতো সহানুভূতি জেগে উঠবেনা সেদিন তোমার প্রতি।
তখন আমি নিজের অজান্তেই হেঁসে উঠব। অট্টহাঁসিতে আমার চিরচেনা সেই বদ্ধঘর কম্পিত হবে। সে সময় আমার মাঝে এক ধরনের পৈশাচিক আনন্দ কাজ করবে। আশেপাশের সবাই সেদিন উদ্বিগ্ন হয়ে বলে উঠবে।
কি হলো হঠাৎ? এভাবে পাগলের মতো হাঁসছিস কেনো?
আমি কিছুই বলবনা। আমি শুধুই হেঁসে যাব সেদিন!
কেউ আবার মনে মনে বলে উঠবে আর ইয়্যু সাইকো?
আমি চিৎকার করে বলে উঠব। ইয়েস!আই এম সাইকো! এনি প্রবলেম? বলেই আবার আমি অট্টহাসিতে মেতে উঠব।
সে প্রচন্ড রকম ভয় অনুভব করবে। সে বলে উঠবে আমি তো তোমাকে এ প্রশ্ন করিনি। তুমি কি করে জানলে? তবে কি তুমি মানুষের মনের অভ্যন্তরের লুকোনো কথা বুঝে নিতে পারো?
আমি আবারোও হেঁসে উঠব। উত্তরটি তার অজানাই রয়ে যাবে।
আর তুমি?
তুমি শুধুই কেঁদে যাবে। তুমি বেঁচে থেকেও প্রতিনিয়ত মরবে সেদিন। যার যন্ত্রণা তুমি সহ্য করতে না পেরে কাঁদবে। একসময় তুমি তোমার বেঁচে থাকার সকল আশা আকাঙ্খা হারিয়ে ফেলবে।
ঠিক তখনই আমি আবার তোমায় বেঁচে থাকার ক্ষীণ আশার আলো দেখাবো।
তুমি একটু একটু করে আবার নিজ পায়ে উঠে দাড়াবে।
ঠিক তখনই।
হ্যাঁ। ঠিক তখনই আবার আমি তোমায় সেই জ্বালাময় বিভিষীকায় ঠুনকো বস্তুর মতো ছুড়ে ফেলে দিবো!
তুমি আবারোও কাঁদবে। তিলে তিলে তোমার হৃদয় জ্বলে ছাড়খার হয়ে যাবে ছেলেটির চিরাচরিত নিত্যসঙ্গী সেই নিকোটিনের মতো।
আর আমি? 
আমি হাঁসবো সেদিন।
যেই হাঁসিতে থাকবেনা কোন মায়া!!
২| 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভ্রনীল , আপনার লেখাটা পড়ে আমিও তাই ভাবছি। এত রাগ কেন ঐ মানুষটার প্রতি? ফেসবুক নাই বলেই একেবারে মাথা বিগড়ে গেল নাকি?! ![]()
 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২২
অভ্রনীল হৃদয় বলেছেন: শুধু ভালোবাসলেই কি চলবে? মাঝে মাঝে একটু রাগ অভিমান ও তো থাকা দরকার। তাই একটু রাগের বহিঃপ্রকাশ ঘটালাম।  
  আর পরীক্ষার কারণে দুই সপ্তাহ হলো ফেবুতে আসা ছেড়ে দিয়েছি। এর মাঝে শুনলাম আবার ফেবুও অফ করে দিয়েছে। তাই ফেবুর কারণে মাথা বিগড়ে যাওয়ার ও প্রশ্ন আসেনা। তাহলে এর রহস্য কি?!   
 
৩| 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৪১
ডার্ক ম্যান বলেছেন: আপনার লিখাতে তেনার প্রতি আপনার চরম ক্ষোভ ফুটে উঠেছে
 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৪
অভ্রনীল হৃদয় বলেছেন: হু! আমার স্বত্বার সাথে অনেক কাল্পনিক চরিত্রের বাস। কারো কারো প্রতি থাকে অসীম ভালোবাসা। আবার কারো কারো প্রতি থাকে অত্যধিক ক্ষোভ। তেমনি এই চরিত্রের প্রতি ক্ষোভ পোষণ করেছি।  ![]()
৪| 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ঝাঁঝালো লেখা। ভালা পাইলাম।
 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
অভ্রনীল হৃদয় বলেছেন: আপনার ঝাঁঝালো  কমেন্ট আমিও ভালা পাইলাম হামা ভাই। চমৎকার কমেন্টের জন্য অনেক অনেক ধনে পাতা।  ![]()
৫| 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১০
অতঃপর হৃদয় বলেছেন: এত মায়াহীন মানুষ হতে পারবেন না.!!!! যদি ও পারেন সেটা ব্যতিক্রম হবে। এত বেশি ক্ষোভ না থাকাই ভাল।
 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৩০
অভ্রনীল হৃদয় বলেছেন: জ্বি। ঠিক বলেছেন। এত মায়াহীন মানুষ হতে পারব না।  
  তবে জগতে কিছু কিছু মানুষ ব্যাতিক্রম হয়ে থাকে। তবে আমি মায়াহীন কিংবা ব্যাতিক্রম হতে না পারলে কি হবে। আমার কাল্পনিক চরিত্র কিন্তু ঠিকই ব্যাতিক্রম হতে পারবে।   ![]()
৬| 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৩৪
অতঃপর হৃদয় বলেছেন: হ্যা আমি,  হতে পারে তবে.!!!  তবে আমি মনে হয় এত মায়াহীন হতে পারব না কখনো.!!!!!  এমনিতেই একটা ইমোশনালের ডিব্বা 
 ![]()
 
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৪৩
অভ্রনীল হৃদয় বলেছেন: মায়াহীন হতে হবেনা। যেমন আছেন তেমনি ভালো। ইমোশনের ডিব্বাই ভালো।  
  ওহ হ্যাঁ। আমিও কিন্তু ইমোশনের ডিব্বা। যতই হোক আমরা দুজন তো একই। মানে হৃদয়!! তবে আমি কিন্তু ইমোশন কন্ট্রোল করতে পারি।  ![]()
৭| 
২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:০১
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। ধন্যবাদ
 
২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩৯
অভ্রনীল হৃদয় বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন প্রতিটি মুহুর্ত!  ![]()
৮| 
২৫ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: সকল অপূর্ণতায় পূর্ণতা ভেবে নিয়ে রাগ ক্ষোভ কমাতে হবে। এমন নিষ্ঠুর লেখা পড়ে ভয় পেয়ে গেছি
 
২৫ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫২
অভ্রনীল হৃদয় বলেছেন: ভীত করে দেওয়ার জন্য দুঃখিত।  
  অবচেতন মনে হঠাৎ রাগ ও ক্ষোভের পরিমাণ বেড়ে গিয়েছিলো সেদিন। তাই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ আমার লেখাতেই ঘটিয়ে ফেলেছিলাম। অপূর্ণতায় পূর্ণতার কথা ভেবে সামনে আর এমন হবেনা আশা করি।  ![]()
৯| 
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ২:৩৬
গেম চেঞ্জার বলেছেন: বাপরে!!  ![]()
 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:১৮
অভ্রনীল হৃদয় বলেছেন: কি হলো ভাইয়্যু?   ![]()
১০| 
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ২:৩৬
গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ। ঠিক তখনই আবার আমি তোমায় সেই জ্বালাময় বিভিষীকায় ঠুনকো বস্তুর মতো ছুড়ে ফেলে দিবো!
তুমি আবারোও কাঁদবে। তিলে তিলে তোমার হৃদয় জ্বলে ছাড়কার হয়ে যাবে ছেলেটির চিরাচরিত নিত্যসঙ্গী সেই নিকোটিনের মতো। 
(ছাড়খার)
 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২০
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। 
  বোঝা গেলো আপনি কতোটা সচেতন পাঠক।  
  
১১| 
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ২:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: কারো প্রতি এমন ক্ষোভ থাকা ভাল না।
 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২১
অভ্রনীল হৃদয় বলেছেন: জ্বি। ঠিক বলেছেন আপু। তবে আমার কিন্তু কারো প্রতি এখন কোনো ক্ষোভ নেই। এটা নিছক একটা লেখা মাত্র।  
  
১২| 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৩৫
নীল কপোট্রন বলেছেন: আরেব্বাস!! এতো ক্ষোভ!!!
 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৫২
অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা। এটা কিন্তু শুধুই কল্পনা। আর কিছু নয়।  ![]()
১৩| 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪০
গেম চেঞ্জার বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: বাপরে!!  :-&
 লেখক বলেছেন: কি হলো ভাইয়্যু?  
 
কী আর হইলো....। চিন্তার প্রতিফলনে কি হতএ পারে সেটা নিয়ে ভেবে টাসকি খাইসি......।
 
২৬ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৫৪
অভ্রনীল হৃদয় বলেছেন: মাঝে মাঝে টাসকি খাওয়া ও কিন্তু ভালো!  ![]()
১৪| 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:১২
কিরমানী লিটন বলেছেন: হ্যাঁ। ঠিক তখনই আবার আমি তোমায় সেই জ্বালাময় বিভিষীকায় ঠুনকো বস্তুর মতো ছুড়ে ফেলে দিবো!
তুমি আবারোও কাঁদবে। তিলে তিলে তোমার হৃদয় জ্বলে ছাড়খার হয়ে যাবে ছেলেটির চিরাচরিত নিত্যসঙ্গী সেই নিকোটিনের মতো। 
গভীর দ্রোহের মুগ্ধ অনুবাদ,সেটা হৃদয়ের অতল আর্তনাদ -শুভকামনা রইলো অ নে ক ...
 
২৭ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৪
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।  ![]()
১৫| 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ২:১৮
বাংলার ফেসবুক বলেছেন: আমি হাঁসবো সেদিন।
যেই হাঁসিতে থাকবেনা কোন মায়া!!
 
২৭ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৫
অভ্রনীল হৃদয় বলেছেন: হু! মায়াহীন হাসি!
১৬| 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০৮
আরজু পনি  বলেছেন: 
মাঝে মাঝে আমারও এমন মনে হয়...
প্রচণ্ড ভালোবাসার মানুষটি ভালোবেসে প্রচণ্ড কষ্ট পাক...
 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৮
অভ্রনীল হৃদয় বলেছেন: মনের চাওয়াটুকু মনের মাঝেই আবদ্ধ থাক। কারণ মনের এই অবাধ্য চাওয়াটুকু পূর্ণতা পেলে যে ভালোবাসাটুকু এক নিমিষেই ধুলিস্মাত হয়ে যাবে।
১৭| 
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১:১৪
বাংলার ফেসবুক বলেছেন: তুমি শুধুই কেঁদে যাবে। তুমি বেঁচে থেকেও প্রতিনিয়ত মরবে সেদিন। যার যন্ত্রণা তুমি সহ্য করতে না পেরে কাঁদবে। একসময় তুমি তোমার বেঁচে থাকার সকল আশা আকাঙ্খা হারিয়ে ফেলবে।
ঠিক তখনই আমি আবার তোমায় বেঁচে থাকার ক্ষীণ আশার আলো দেখাবো।
তুমি একটু একটু করে আবার নিজ পায়ে উঠে দাড়াবে।
 
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩১
অভ্রনীল হৃদয় বলেছেন: পরের অংশটুকু পুরো দৃশ্যপট আবার বদলে দেয়!
১৮| 
০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১:২৩
রুদ্র জাহেদ বলেছেন: এমনটা নীরবে ঘটেও যায় বোধহয়।সমাজ এখন গতানুগতিকভাবে অমানবিক।মানুষগুলো বড্ড বেশি ছলনা করে।আহ!কী আনন্দ যে পায়
 
০৭ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৩৪
অভ্রনীল হৃদয় বলেছেন: সহমত আপনার সাথে। মানুষ এখন নির্মম হতে শিখেছে। শিখেছে স্বার্থপর হতে। এর জলজ্যান্ত উদাহরণ আমরা প্রায়শই পেয়ে থাকি। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
১৯| 
২২ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: অভ্রনীল হৃদয়   , 
স্যাডিষ্টিক । 
যার নিক বা নাম অভ্রনীল  তাকে তো এতো এতো স্যাডিজম মানায় না ।   অভ্রনীল এর পরে আবার "হৃদয়" যোগ করেছেন । 
আশা করি  হৃদয়ের আবারিত নীলের দেখা পাবো সামনেই ।
 
২৪ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৩:৩৭
অভ্রনীল হৃদয় বলেছেন: আমার এধরনের লেখা এই একটাই। লেখাটিও লিখেছিলাম শুধুমাত্র নিছক সময় কাটানোর ছলে। এর সাথে সত্যিকারের আমার আমি'র কোনো রকমের সম্পর্ক নেই। পরিশেষে পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সবসময়।  ![]()
২০| 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১২:৪৫
ফারিহা নোভা বলেছেন: এত রাগ কেন ? ভাই
 
১৪ ই মে, ২০১৬  দুপুর ১২:০৮
অভ্রনীল হৃদয় বলেছেন: সব সময় তো আবেগ দিয়ে লিখি সেদিন কি মনে করে এভাবে লিখেছিলাম। রাগ নেই কোনো।
২১| 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১২:৫০
নেক্সাস বলেছেন: লিখা সুন্দর। 
ইয়েস আমি সাইকো।
এত রাগ কার উপর ভাই?
 
১৪ ই মে, ২০১৬  দুপুর ১২:০৯
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ। কারো উপর রাগ নেই ভাই। এটা শুধু মাত্র একটা লেখা।  ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩০
অভ্রনীল হৃদয় বলেছেন: ঘরে বসে বসে অলস সময় পার করতেছি। তাই অলস মস্তিষ্কের উদ্ভট চিন্তা-ভাবনা গুলো ভার্চুয়াল খাতায় লিখে ফেললাম। নিজেও এখন বুঝতে পারছিনা এটা ঠিক কি লিখলাম?!