| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অভ্রনীল হৃদয়
	অন্ধকার রাজ্যের গন্তব্যহীন পথিক আমি...!!
মেয়ে,
আমি আগে ডায়েরি লেখতাম। তবে এখন বলতে গেলে লেখাই হয়না। খুব কম ই বলা চলে। তবে মাঝে মাঝে ডায়েরির উপর আলতো করে হাতটুকু বুলিয়ে বুকের মাঝে জড়িয়ে নেই।
অনেক সময় অনেক কথা চাইলেও কারো সাথে শেয়ার করা যায়না। যা আমি এই ডায়েরির সাথে করতাম। ডায়েরিটা খুললে কোনোদিনই এক বা দু পৃষ্ঠার বেশী পড়া হয়না। এতোটুকু পড়ার আগেই দু চোখ হতে জল ঝরে পড়ে।
ছেলেদের তো আবার কাঁদতে নেই। তাই থেমে যাই। হয়তোবা বোবা কান্নাই কেঁদে বেড়াই।
ডায়েরিটা সুখ আর দুঃখের স্মৃতির সংমিশ্রণে গঠিত। কি আজব! আগে আমি ভাবতাম শুধুমাত্র দুঃখের স্মৃতি রোমন্থন করলেই বুকের বাম পাশে চিনচিন ব্যাথা অনুভব হয়। কিন্তু এখন তো দেখছি সুখের স্মৃতি হাতরিয়ে বেড়ালেও এমনটা হয়।
.
একদিন ডায়েরিটা আগুনে পুড়িয়ে ফেলবো। আচ্ছা আগুনে পোড়ার সাথে সাথে কাগজ যেভাবে ছাই এ পরিণত হয়। তেমনি স্মৃতিগুলো ও কি পুড়ে ছাই এর মতো হয়ে যাবে?
হঠাৎই দমকা বাতাসে ছাইগুলো একত্রে মিলিত হয়ে আকাশে উড়ে বেড়াবে। পৃথিবীর আরেক প্রান্তে মেয়েটি একাকি দাড়িয়ে থাকবে। ছাইগুলো মেয়েটির উপর উড়ে বসবে। মেয়েটির স্পর্শে ছাইগুলো আবার কাগজে পরিণত হবে। আর কাগজে পরিণত হলেই তো আবার। উহু! আর ভাবতে পারছিনা। এভাবে হবেনা।
.
এর চেয়ে বরং আমি আমার সেই চিরচেনা জায়গাটায় চলে যাবো। যেখানে আমি আমার মন খারাপ হলে প্রায়সময়ই চলে যেতাম। জনমানবহিন সমুদ্রতটে আমি একটা একটা করে ডায়েরির পাতাগুলো ছিড়বো। আর নৌকা বানিয়ে ভাসিয়ে দিবো।
পৃথিবীর কোনো এক সমুদ্রের আরেক প্রান্তে মেয়েটি হেটে বেড়াবে। হঠাৎ সে দেখবে দূর হতে ভেসে আসবে হালকা নীল বর্ণের ওই কাগজের নৌকোটি। মেয়েটি নৌকোটি উঠিয়ে নিবে। মেয়েটির স্পর্শে ভেজা নৌকোটি শুকনো কাগজে পরিণত হবে। আর তারপর....
.
নাহ। আর ভাবতে পারছিনা আমি। সব কথা জানতে নেই। কিছু কিছু কথা অপ্রক্যাশিত থেকে যায়। কিছু কথা গোপনেই থেকে যাকনা। ক্ষতি কি!
ছেলেটি জানে মেয়েটি ঠিকই জেনে যাবে। ঠিকই বুঝে নিবে তাকে। আকাশে দুটো শুভ্র নীলাভ মেঘ একসাথে ভেসে বেড়াবে।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪৫
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইলো!
২| 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৫৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:১৭
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লাগা টুকু আনন্দ দেয়। শুভেচ্ছা!  ![]()
৩| 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৫৫
ক্লান্ত তীর্থ বলেছেন: ছোট ছিল, আরেক্তু বড় হলে পড়ে শান্তি পাওয়া যেত। ![]()
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:১৮
অভ্রনীল হৃদয় বলেছেন: এটুকু লেখার পর হঠাৎ করেই কি যে হলো। আমার উর্বর মস্তিষ্কে এ বিষয়ে আর কোনো ভাবনা একদমই আসছিলোনা। তাই এটুকুতেই ইতি টানতে হলো।  ![]()
৪| 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: ভাল লেগেছে পড়তে।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম, ভালো থাকুন এই শুভকামনা।  ![]()
৫| 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:০১
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতা ছুঁয়ে গেলো - অনেক শুভকামনা...
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২১
অভ্রনীল হৃদয় বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কিরমানী লিটন। শুভকামনা রইলো।  ![]()
৬| 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:০৭
আরমান হাসান সুভ বলেছেন: অসাধারন লাগলো
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২৩
অভ্রনীল হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।  ![]()
৭| 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৩
সুলতানা রহমান বলেছেন: সব কথা জানতে নেই …
 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৯
অভ্রনীল হৃদয় বলেছেন: হু! সব কথা জানতে নেই। মাঝে মাঝে অপূর্ণতাতেই পূর্ণ থাকা উচিৎ।
৮| 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:১২
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে কিছুটা| আবেগ খুব বেশি লেখায়
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:২৫
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লাগাটুকু আনন্দ দেয়।  
  হুম। এই লেখাটায় একটু বেশীই আগেই মিশিয়ে ফেলছে। যেমনটা আগের লেখাটায় একটু বেশী ক্ষোভ মিশিয়ে দিয়েছিলাম।
৯| 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৫৯
বাংলার ফেসবুক বলেছেন: নাহ। আর ভাবতে পারছিনা আমি। সব কথা জানতে নেই। কিছু কিছু কথা অপ্রক্যাশিত থেকে যায়। কিছু কথা গোপনেই থেকে যাকনা। ক্ষতি কি!
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:০৫
অভ্রনীল হৃদয় বলেছেন: 
    ![]()
১০| 
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৫৫
অতঃপর হৃদয় বলেছেন: রোমান্টিক মুড চলে আসল 
 ভাল হয়েছে
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৫৮
অভ্রনীল হৃদয় বলেছেন: খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ।  ![]()
১১| 
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৪৫
আজাদ মোল্লা বলেছেন: একটু আলাদা ভাব আছে , ভালো হয়েছে ।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৫৯
অভ্রনীল হৃদয় বলেছেন: স্বাগতম আমার ব্লগে। শুভকামনা।  ![]()
১২| 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:০৪
সুমন কর বলেছেন: শুরুটা যেমন চমৎকার ভাবে হয়েছিল, শেষে এসে তার অভাব পেলাম। 
অনুভূতির চমৎকার প্রকাশ।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৬
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুমন ভাইয়া। ভালো থাকবেন।
১৩| 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৫৪
আহমেদ জী এস বলেছেন: অভ্রনীল হৃদয়   , 
সুখের স্মৃতি রোমন্থনেও একটা অন্যরকম চিনচিনে ব্যথা হয় । তা বুকের বাম পাশেই শুধু নয়, ছড়িয়ে যায় সারা অঙ্গেই , তোলপাড় শুরু হয়ে যায় রক্তের প্রতিটি ঢেউয়ে ঢেউয়ে ।   
সব কথা তাই জানাতে নেই নিজেকেও । কিছু কথা মনের গোপনেই থেকে যাওয়া ভালো !
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫০
অভ্রনীল হৃদয় বলেছেন: খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আপনার সাথে আমি পুরোপুরি একমত। ভালো থাকুন প্রতিটি মুহূর্ত।
১৪| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০২
নিমগ্ন বলেছেন: অনুভূতির প্রকাশ!! ভালই......। ![]()
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৬
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে!  
   ![]()
১৫| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাবের সুন্দর প্রকাশ।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০১
অভ্রনীল হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ!  ![]()
১৬| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অজানাই থাক প্রিয় জানা কথাগুলো।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৪৪
অভ্রনীল হৃদয় বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য কৃতজ্ঞতা জানবেন!  ![]()
১৭| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৪৮
সাহসী সন্তান বলেছেন: চমৎকার স্মৃতি কথন! একরাশ মুগ্ধতা নিয়ে লেখাটা পড়লাম! অনেক ভাল লাগলো!
 
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৫৫
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা সাহসী  সন্তান।  ![]()
১৮| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৩
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: মুগ্ধতার অথৈ সাগরে ভাসমান আমি , কখন যেন ঢেউ এসে আমাকে তলিয়ে নিয়ে যাবে তিঁরের পানে । কিন্তু সেটা আমার প্রত্যাশা না , আমি আরও ভেসে যেতে চাই , শুধুই ভেসে যেতে......
 
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৫৯
অভ্রনীল হৃদয় বলেছেন: অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যাতে আরো ভেসে যেতে পারেন সেটাই কামনা করি। ভালো থাকুন নিরন্তর।  ![]()
১৯| 
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:১২
হাসান মাহবুব বলেছেন: একাকীত্ব কখনও কখনও সুন্দর, কল্পনাপ্রবণ, আবগঘন, রোমান্টিক। লেখার মধ্যে এসব উপাদান পেলাম। ভালো লাগলো।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০০
অভ্রনীল হৃদয় বলেছেন: আপনাদের ভালো লাগলে আমার ছোট ছোট তুচ্ছ লেখাগুলো সার্থক। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।  ![]()
২০| 
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:০২
বনলতা-সেন বলেছেন: অসাধারন লাগলো 
 মেয়েটির স্পর্শে স্মৃতিগুলো জ্যান্ত হয়ে ওঠার ভীতিটা প্রশংসা পাবার যোগ্য ![]()
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০৩
অভ্রনীল হৃদয় বলেছেন: সময় করে মন্তব্য করেছেন এ জন্য কৃতজ্ঞতা। আর প্রশংসাটুকু নতমস্তকে গ্রহন করিলাম।  
   ভাল থাকবেন প্রতিটি মুহূর্ত!  ![]()
২১| 
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১২
রক্তিম দিগন্ত বলেছেন: অন্য রকম। বেশ ভাল লাগলো। ![]()
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৭
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ, রক্তিম দিগন্ত। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।  ![]()
২২| 
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৩
গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল লাগলো। প্লাস+
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
অভ্রনীল হৃদয় বলেছেন: খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ।  ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪১
নীল কপোট্রন বলেছেন: অন্যরকম ভালো লাগলো।