| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অভ্রনীল হৃদয়
	অন্ধকার রাজ্যের গন্তব্যহীন পথিক আমি...!!
সবাই জানে আমি কবিতা লিখতে পারি না,
কিন্তু তুমি জানতে তোমাকে নিয়ে আমি কবিতা লেখি।
হঠাৎ তুমি ঝড়ে পড়লে প্রাণবন্ত সবুজ ঘাসে শুকনো ফুলের মতো করে,
আমার কবিতাগুচ্ছ ও আপন করে নিলো মৃত্যু নামক ঠুনকো আত্মহননকে।
সবাই জানে আমি কবিতা লিখতে পারি না,
কিন্তু তুমি জানো তোমাকে নিয়ে আমি এখনও কবিতা লিখি।
কারণ তুমি কবিতা পছন্দ করতে,
কারণ তুমি কবিতা ভালোবাসতে।
তবে আজ ক্যানো নেই তুমি?
তবে আজ ক্যানো আমার কবিতাগুলো অনাদরে পড়ে রয়?
সবাই জানে আমি কবিতা লিখতে পারি না,
কিন্তু তুমি জানো তোমাকে নিয়ে আমি কবিতা আজীবন লিখে যাবো।
তবে আমার কিছু প্রশ্ন ছিল...
তুমি কি আমাকে উত্তর দিতে পারো ওপার থেকে?
তুমি কি পারো দিতে এক পথহারা পাগলের সব প্রশ্নের উত্তর?
ক্যানো ক্যানো ক্যানো?
পারো কি তুমি দিতে সব ক্যানোর উত্তর?
পারো কি তুমি দিতে সব প্রশ্নের উত্তর?
ভুল করে হলেও কি দিতে পারো আমার অনাগত সব প্রশ্নের উত্তর?
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৪৫
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা সতত।
২| 
০৪ ঠা মার্চ, ২০১৬  সকাল ১১:২৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন। জয় সাধু
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৪৬
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরন্তর।
৩| 
০৪ ঠা মার্চ, ২০১৬  সকাল ১১:৩৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৪৭
অভ্রনীল হৃদয় বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
৪| 
০৪ ঠা মার্চ, ২০১৬  সকাল ১১:৪৪
শাহাদাত হোসেন বলেছেন: কবিতা ভালো। শুভেচ্ছা রইলো।
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৪৯
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন প্রতিনিয়ত।
৫| 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখতাম | লেখি | তোমারে
লিখতাম | লিখি | তোমাকে
শুনতে ভালো লাগবে। 
ভালোই।
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৫০
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এডিট করে দিয়েছি। এখন ঠিক আছে?
৬| 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ১:৪৯
বিজন রয় বলেছেন: অনেক প্রশ্নের উত্তর নেই।
++++
ভাল লাগল।
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৫১
অভ্রনীল হৃদয় বলেছেন: আসলেই অনেক প্রশ্নের উত্তর নেই। ধন্যবাদ আপনাকে।
৭| 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:১১
সুমন কর বলেছেন: ক্যানো < কেনো !
 
০৪ ঠা মার্চ, ২০১৬  দুপুর ২:৫৪
অভ্রনীল হৃদয় বলেছেন: এটা মূলত আঞ্চলিক টান থেকে কেনো থেকে ক্যানো তে নিয়ে এসেছি সুমন ভাইয়া।
৮| 
০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৫:৫৩
নীল কপোট্রন বলেছেন: চমৎকার কবিতা!
 
০৫ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:০৬
অভ্রনীল হৃদয় বলেছেন: কৃতজ্ঞতা জানবেন...
৯| 
০৪ ঠা মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:২৭
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন কবি। সবসময়।
 
০৫ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:০৭
অভ্রনীল হৃদয় বলেছেন: আপনার কথাগুলো ভালো লাগল। নিরন্তর শুভকামনা ভাই।
১০| 
১১ ই মার্চ, ২০১৬  সকাল ১১:৪৮
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
 
১১ ই মার্চ, ২০১৬  দুপুর ২:১৩
অভ্রনীল হৃদয় বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
১১| 
১২ ই মার্চ, ২০১৬  সকাল ১০:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
কে দিবে প্রশ্নের উত্তর?
 
১২ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৫
অভ্রনীল হৃদয় বলেছেন: ওপারে থাকা কেউ একজন। যার সাথে পৃথিবী নামক গ্রহের সবধরনের সম্পর্ক বিচ্ছিন্ন। হাহাহা। ভালো থাকবেন সবসময় ভ্রাতা।   ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬  সকাল ১১:১৫
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।