নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজনই!

সাকিব ইফতেখার

লেখার মাঝেই ডুবে থাকতে চাই................ facebook.com/sakib.ifteqar

সাকিব ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত.......................

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

দোকানের একটা শার্টের দিকে চোখ পড়লো।
ডামিতে সাজানো।
চমৎকার একটা শার্ট।
পছন্দ হয়ে গেলো। একটা শার্ট কেনার মতো(হাজার
এর মতো) টাকা পকেটে ছিলো বলে দোকানের
গ্লাসে ধাক্কা দিয়ে দোকানে প্রবেশ করলাম।শার্ট
দূর থেকে যতটা সুন্দর ,কাছে থেকে আরো সুন্দর
লাগছে।
শার্টে লাগানো প্রাইস ট্যাগ(price tag) এর
দিকে তাকিয়ে ছোট একটা ধাক্কা খেলাম!
২৩০০ টাকা।
আমার ক্রয়ক্ষমতার বাইরে।
সেলসম্যানকে "স্যরি ভাইয়া" বলে বের
হয়ে আসলাম।
দোকানের বাইরে দাড়িয়ে শার্টের
দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম।
আমি মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান।
আমার এতো দামি শার্ট পড়ার কোনো মানে হয়না।
এই টাকা দিয়ে আমি দিব্যি আমার ১ মাসের মেস
খরচ চালিয়ে যেতে পারবো
মধ্যবিত্তরা সবকিছু কিনতে পারেনা।শুধু কেনার
'আশা' করতে পারে।
পছন্দের কিছু পেলে খুশি হয়।
না পেলে দুঃখ পায়।কিন্তু
মনকে সান্ত্বনা দিতে পারে।
বড়লোক বাপের সন্তান আর মধ্যবিত্ত বাপের
সন্তানের মধ্যে পার্থক্য কোথায় জানেন?

শখ দমিয়ে রাখার মানসিকতা আমাদের আছে।
আমরা গর্বিত মধ্যবিত্ত পরিবারে জন্মে
এসব ভাবতে ভাবতে শার্টের দিক থেকে চোখ
ফিরিয়ে নিলাম।
আরেক দোকানের আয়নায় চোখ পড়তেই দেখলাম
আমার মুখে মৃদু হাসি।
কারণ বুঝতে পারলামনা।
হয়তো মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ার
গর্বে.......... ............... ............... .

(২০১৩ সালে প্রথম লিখেছিলাম আমার প্রথম ব্লগ আইডি তে)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কাজী মেহেদী হাসান। বলেছেন: শখ দমিয়ে রাখার মানসিকতা আমাদের আছে সহজিয়া গভীর লাইন

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাকিব ইফতেখার বলেছেন: :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪২

কবি এবং হিমু বলেছেন: মধ্যবিত্তরা সবকিছু কিনতে পারেনা।শুধু কেনার
'আশা' করতে পারে।
পছন্দের কিছু পেলে খুশি হয়।
না পেলে দুঃখ পায়।কিন্তু
মনকে সান্ত্বনা দিতে পারে।
বড়লোক বাপের সন্তান আর মধ্যবিত্ত বাপের
সন্তানের মধ্যে পার্থক্য কোথায় জানেন?
শখ দমিয়ে রাখার মানসিকতা আমাদের আছে।
অসাধারন লিখেছেন।মনের গভীরে আঘাত করলো.....।

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাকিব ইফতেখার বলেছেন: :)

৩| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: মধ্যবিত্তরা সত্যিই বড় সমস্যায়, তবু ওদের এই গুণটাই ওদের বাঁচিয়ে দেয়, ঐ যে বললেন "হাসি মুখে শখ দমিয়ে রাখার মানসিকতা"

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সাকিব ইফতেখার বলেছেন: হাসি মুখে শখ দমিয়ে রাখি আমরা :)

৪| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.