নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমীকরণ তো অনেক প্রকারই আছে.....
আমারটা দেখে একটু মাথা নষ্ট করতে পারেন ।
বেশি কিছু বলে ফেললে আগেই মাফ চাচ্ছি।
জগতটা বড়ই অদ্ভূত!
আমি সুন্দর,সে বিশ্রী,আমি বিশ্রী,সে সুন্দর!
সে ধনী,আমি গরীব,আমি ধনী,সে গরীব!
রাস্তায় হাটতে বের হলে কত অন্ধ,খোঁড়া লোক দেখি যাদের দেখলে আমার মন খারাপ হয়না কখনই!
মন আরো ভালো হয় যায়!
এরা কেউ চোখে দেখেনা,কেউ খোঁড়া বলে হাটতে পারেনা।
কিন্তু আমি?
সব পারি!
এদের চেয়ে কি আমি সুন্দর নই?
এদের চেয়ে কি আমি ভালো নই?
অনেকেই তো তিনবেলা খেতে পারেনা।
আমি পারি!
আমি অনেক ধনী তাদের তুলনায়!
আবার অনেকেই প্রতিদিন ডেলিশাস ফুড খায়।
আমি প্রতিদিন পারিনা।
তাদের তুলনায় আমি গরীব!
ধনী গরিব,সুন্দর বিশ্রী কিভাবে ধরা হয়?
অবশ্যই ধনীর সাথে গরিবের তুলনা করে?
তাহলে যে গরীবের সাথে ধনীটাকে কম্পেয়ার করা হলো সেই ধনী কি অন্য একটা ধনী লোকের তুলনায় গরীব নয়!?
বুঝলেন না?
ধরেন-
আমার আছে ১০০ টাকা,রাতুলের আছে ২০০ টাকা,সাব্বিরের আছে ৩০০ টাকা,রাজীবের আছে ৪০০ টাকা ইত্যাদি ইত্যাদি!
এখন আমার নিচে আরো অনেক লোক আছে যাদের টাকা আমার চেয়ে কম এবং রাজীবের উপরেও মানুষ আছে যারা রাকিবের চেয়ে বেশি টাকা আছে।
এখন রাতুলের আছে ২০০ টাকা।
সে আমার চেয়ে ধনী কিন্ত সাব্বিরের চেয়ে গরীব!
আবার সাব্বিরের ৩০০ টাকা আছে।সে রাতুলের চেয়ে ধনী কিন্তু রাজীবের চেয়ে গরীব!
কি বুঝলেন?
পৃথিবীতে ধনী-গরীব সব মিডিয়ার সৃষ্টি!
সবারই ইনডিভিজুয়ালিটি বলতে কিছু আছে।
আমি সবার চেয়ে যেমন ধনী নই তেমনই গরীবও নই!
আমার উপরে যেমন ধনী আরো আছে তেমনই নিচে আরো গরীব আছে!
আমি যেমন সবচেয়ে ধনীও নই তেমনই সবচেয়ে গরীবও নই!
প্রশ্ন হচ্ছে আরে মিয়া পৃথিবীতে সবচেয়ে গরীব মানুষের নিচে আর কোনো গরীব আছে?
জ্বী আপনাকেই বলছি পৃথিবীর সবচেয়ে গরীব মানুষ আপনি বের করে দেখান দেখি?
পাবেন না.....
কারণ আজ তাকে বের করলে কালই দেখবেন তার চেয়ে আরো গরীব বেরোচ্ছে!
তেমনই হিসাবটা সুন্দর-বিশ্রীর দিকে করে দেখান!
আপনি বিশ্রী বলে অনেক সময় বিভ্রান্ত বোধ করেন?
চিন্তা করবেন না....
আপনার চেয়ে অনেক বিশ্রী মানুষ দুনিয়াতে আছে।
তাদের তুলনায় আপনি সুন্দর....অতএব আপনিও সুন্দর!
আবার আপনার নিচের মানুষেরাও বিশ্রী নয়!
তারাও কারো না কারো থেকে সুন্দর!
অতএব তারাও সুন্দর
আর ওহে সুন্দর-সুন্দরীরা.......
নিজের চেহারা নিয়ে অহংকার একটু কম!
এইটা স্রষ্টার সৃষ্টি।
আপনার নয়!
আপনার চেহারার পুরো ক্রেডিট সৃষ্টিকর্তার।
সো এইটা নিয়ে ভাব একটু কম........
আর আপনি নিজেকে সুন্দর ভাবেন....অনেক সুন্দর!
তবে পৃথিবীর সবচেয়ে সুন্দর নন আপনি।
জটিল সমীকরণে ঢুকে গিয়েছিলাম.....
দুঃখিত দামী সময় নষ্ট করার জন্য....
ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
যেখানে সুন্দর আছে...সেখানেই বিশ্রী আছে!
যেখানে ভালো আছে...সেখানেই মন্দ আছে!
আবার যেখানে মন্দ আছে...সেখানে মন্দের চেয়েও মন্দ আছে!
©somewhere in net ltd.