নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজনই!

সাকিব ইফতেখার

লেখার মাঝেই ডুবে থাকতে চাই................ facebook.com/sakib.ifteqar

সাকিব ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ এর শিকার তনুর মৃত্যুর কারণ বিশ্লেষণ.....

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আমি শুধু তনু হত্যার বিচার চাইনা....প্রতিটা ধর্ষকের বিচার দাবি করি।
শুধু তনু তনু না করে একটু অন্যান্য ধর্ষণের জন্যও একটা লাইন বানান যেনো আর ধর্ষণ না হয়।
হাজারো মামলা এখনো থানার বিভিন্ন ফাইল ঘাটলে পাওয়া যাবে।
সেসব এবং ভবিষ্যৎ এ যেনো ধর্ষণ না হয় তারও ব্যবস্থা করুক সরকার।



আমাদের দেশে মেয়ে ধর্ষণ হলেই সমাজ একটা মুখস্ত বুলি আওড়ায়....

..."মেয়ের কাপড়ের ঠিক নাই"

আমি বলি....
ভাই ইংল্যান্ড নামক দেশে ধর্ষণ পারসেন্টিজ কত জানেন তো?
মাত্র ৭%!
ওদের দেশের মেয়েরা কি সব কাপড় পড়ে জানেন তো?

আরো বলি....
আমাদের দেশের ৭০%/৮০% মেয়েরা কি কাপড় পড়ে জানা আছে তো?
আর আমাদের দেশে প্রতি ১০ জন পুরুষে ১ জন 'ধর্ষক'!
তারপরেও আমাদের 'ধর্ষণ' পার্সেন্টিজ এতো উচ্চমাত্রার কেন?


.....তো ভাই রা....
অনেকদিন গলা ফাটালেন পাকিস্তানি হানাদার যারা আমাদের হাজারো মা-বোনকে ধর্ষণ করে হত্যা করেছে তাদের বিরুদ্ধে।
তো এখন কোথায় আপনারা?
ধর্ষণ বন্ধ করতে পেরেছেন?

বর্তমান ধর্ষকদের ফোকাস করুন না.....
বর্তমান রেপিস্ট রা জাতীর শত্রু নয় কি?
'৭১ এ যারা ধর্ষণ কাজে ছিলো তাদের বিচার হয় আর এখন স্বাধীন বাংলায় বর্তমান রেপিস্ট রা হাওয়া খায়।
তাহলে কি.....
আমরা স্বাধীন বাংলার মানুষ হয়েও অধীন?
না পাকিদের অধীনে না....ধর্ষকদের অধীন!

পৃথিবীর যাবতীয় অপরাধ একমাত্র বন্ধ করতে পারে কঠোর আইন।
এদিক থেকে মাঝে মাঝে মনে হয় সৌদি আরবই ঠিক আছে।
বিচার যেখানে সেখানে ভয় কাজ করবে।

আর হ্যাঁ....
আমরা যে ধর্মাবলম্বী হইনা কেন....
নিজের স্রষ্টাকে ভয়ই পাইনা!
ভয় পেলে ছোটখাটো অন্যায়ও এড়িয়ে চলতাম।
স্রষ্টাকে ভয় পাইনা বলেই বিভিন্ন অপরাধে জড়িয়ে ফেলি নিজেকে।
আর এসব ঘৃণ্য অপরাধীর বিচার আসলে ইহকালেই হয়ে যাওয়া ভালো।

তনু হত্যাকান্ডে কারা জড়িত তা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তাহলে.........

১।তনুকে পেছন থেকে মাথায় আঘাত করা হয়েছিলো।তারপর তাকে ধর্ষণ করে হত্যা করা হয়।অজ্ঞান অবস্থায়?তাহলে তাকে হত্যা করার কারণ
?অজ্ঞান অবস্থায় ধর্ষণকাজ শেষ হয়ে গেলে তো রেপিস্টের কাজ সেরে সটকে পড়ার কথা।বড় কোনো ঝামেলায় যাওয়ারই কথা না!তাহলে কি তনু জ্ঞান ফিরে পেয়েছিলো হত্যা হওয়ার আগে?তনু হত্যাকারীকে চিনে ফেলায় তার মুখ বন্ধ রাখতেই খুন করা হয়?পরিচিত কেউ?নাকি......

২।ক্যান্টনমেন্ট এলাকায় ছিলাম দুই বছর।কলেজ থেকে কয়েকবার পালিয়েছি।তবুও ভয়ে ভয়ে থাকতাম কখন না আর্মি ধরে শাস্তি দেয়(আমার দুই-তিনজন বন্ধুর রেকর্ড আছে) যতটুক জানি ক্যান্টনমেন্ট এলাকায় আর্মির ভয়ে কেউ দাঁড়িয়েও প্রশ্রাব করতে পারেনা!সেখানে মানুষ ধর্ষণ এবং খুন!তারমানে কি......সাধারণ মানুষের কাজ?নাকি.......

৩।খুব সম্ভব পরিকল্পিত ধর্ষণ।সে প্রায় এদিক দিয়ে সন্ধ্যার পর টিউশনি পড়িয়ে বাড়িতে যেত।কেউ তাকে ফলো করেছে।প্রায় প্রতিদিন তার চলাফেরায় নজর রাখতো।যে সময় কাজ টা ঘটেছে সে সময় ওদিক দিয়ে মানুষের আনাগোনা কম।রেপিস্ট জানতো সব।তবে হ্যাঁ.....ধর্ষণ পরিকল্পিত ছিলো কিন্তু হত্যা নিয়ে আমার সন্দেহ আছে।হত্যা করা হয় অপরিকল্পিত ভাবে।এবং তার কারণ নিশ্চয় রেপিস্ট কে চিনে ফেলা।


......আইনশৃঙ্খলা বাহিনীর যা করা লাগবে.......

প্রথমে তনুর সাথে কারো ব্যক্তিগত সমস্যা ছিলো কিনা তা খতিয়ে দেখতে হবে।
যদি থাকে তাহলে লিস্ট করা লাগবে।
লিস্ট করা মানেই ধরে এন মাইর শুরু করা না।
তারপর ওই এলাকার আশেপাশে নজরদারী বৃদ্ধি করা।
তারমানে এই না যে একেবারে তন্নতন্ন করে খোঁজা।
শুধু নজর রাখা।
তবে খুনী যে কাজ ঘটিয়ে গেছে তাতে এ এলাকায় থাকবেনা।
এজন্য আশেপাশের দুই তিন এলাকার সবার অনুসন্ধান করা।
কে গত দুই/তিনদিনের মধ্যে এলাকা ছেড়ে অন্য কোথাও গেছে।
এদের সবাইকে এনে জিজ্ঞাসাবাদ করা।
আবার বলি....জিজ্ঞাসাবাদ মানেই মাইর না।

আর হ্যাঁ....তনুর সাথের সব ছেলেদের সম্পর্কে জানা।
শুধু ওইদিন তারা সারাদিন কে কোথায় ছিলো সেটার তথ্য জানা।


মাথা বেঁধে লাগলে বের হয়ে আসবে.......
খুনী.....
ধর্ষণকারী....
তবে তনু মরে গিয়ে তার পরিবারকে বাঁচিয়ে দিয়েছে সামাজিক লাঞ্ছনা থেকে।
নাহলে সারাজীবন অপবাদ নিয়ে চলতে হতো....
সমাজ কখনো বুঝবেইনা এটা তনুর দোষ না....
তনুর দোষ তনু ওই নরপিশাচদের চেয়ে শারীরিক ভাবে দুর্বল....


আর যতই লেখালেখি করুন....
এগুলোর মধ্যে ধূলা পড়বে কিন্তু বিচার হবেনা....
তারপরেও আমরা আশা করি বিচার হবেই....
আশা ছাড়িনা...


আপনার খারাপ লাগা থেকেই নিশ্চয় তনুকে নিয়ে লিখছেন?
লিখে যান।
ফেসবুকে/ব্লগেই ঝড় তুলুন।
সরকার ফেসবুকে নজর রাখছে।
কিছু হওয়ার আশায় আমরা.....
বিচারের আশায় আছি....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.