নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজনই!

সাকিব ইফতেখার

লেখার মাঝেই ডুবে থাকতে চাই................ facebook.com/sakib.ifteqar

সাকিব ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সবচেয়ে সেরা মুভি!অনেকেই এটা দেখেছেন।যারা দেখেন নি তারা দেখে নিবেন :)

২১ শে জুন, ২০১৬ বিকাল ৫:১০

আজকে এমন একটা মুভির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যেটা দেখলে আপনি থমকে যাবেন আর শুধু একটা শব্দ মুখ থেকে বের হয়ে আসবে………… ‘অসম্ভব’!
কেন?
দেখে ফেলুন মুভিটা ……..আমি মুভি স্পয়েল করবোনা।শুধুমাত্র কাহিনী একটু পরিষ্কার করে দিবো আপনাদের কাছে।

‘INCENDIES’ শব্দটি একটি ‘ফ্রেন্স’ শব্দ । যার অর্থ আগুন। এটি একটি গা এর লোম দাঁড় করে দেবার মত মুভি ।
‘INCENDIES’ একটি কানাডিয়ান মুভি । মুভিটি মূলত ফ্রেন্স ভাষার,আরবি ও ব্যবহার হয়েছে এতে । এটি মুক্তি পায় ২০১০ এ সেপ্টেম্বর এ । মুভি এর পরিচালক ছিলেন ‘Denis Villeneuve’ . মুভিটি এর কাহিনী নেওয়া হয়েছে ‘Wajdi Mouawad’ এর নাটক ‘Scorched’থেকে। মুভিটি ৮টি এওয়ার্ড পায় ৩১তম ‘জেনি এওয়ার্ড’ এ । এটি ২০১১ সালে ‘বেস্ট মুভি ইন ফরেইন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে ‘একাডেমী এওয়ার্ড’ এর জন্য মনোনয়ন পায়। তা ছাড়া ‘নিউইয়র্ক টাইম্‌স’ এর মতে এটি ২০১১ এর সেরা ১০টি মুভি এর একটি। মুভিতে আপনি দেখতে পাবেন যে দুই ভাই-বোন কিভাবে তাদের মৃত মা এর জীবনের অজানা ভয়াল কাহিনী খুজে বের করে ।
এবার মূল কাহিনী তে আসা যাক। Simon এবং Jeanne হল দুই ভাই-বোন। একদিন কমিউনিটি সুইমিং পুল এ গিয়ে তাদের মা Nawal Marwan স্ট্রোক করেন। পরে তাদের মা মারা গেলে, তারা তার মা এর শেষ ইচ্ছে সম্পর্কে একটি চিঠি পায় । যাতে লেখা ছিল যে তারা যেন তাদের বাবা এবং তাদের আরেক হারানো ভাই কে খুজে বার করে তাদের হাতে চিঠি গুলো দেয়, যা সে লেখে গিয়েছিল । Simon রাজি না হলেও Jeanne তার মা এর শেষ ইচ্ছাপূরণ এর দায়িত্ব নেয়। এভাবেই মুভিটির শুরু ।
নাওয়াল ছিল একজন খ্রিষ্টান নারী যে মধ্যপ্রাচ্য এ থাকত । নাওয়াল এক মুসলিম ছেলে ‘ওয়াহাব’ এর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তুলে । কিন্তু নাওয়াল এর ভাইরা তাদেরকে পালানো এর সময় ধরে ফেলে এবং ওয়াহাব কে গুলি করে মেরে ফেলে। তারপর নাওয়াল তার দাদী এর কাছে জানায় যে সে প্রেগন্যান্ট। পরে মুখ রক্ষা করার জন্য দাদী বিষয়টা গোপন করে এবং ছেলেটি জন্মানোর পর তার পা এ একটি চিহ্ন দিয়ে তাকে এতিমখানা তে দিয়ে দেয়। এরপর নাওয়ালকে তার চাচা ‘ছারবেল’ এর কাছে পাঠিয়ে দেয় তার দাদী পড়াশুনা করার জন্য যে কিনা ‘দারেশ’ নামক শহরে থাকত। কিন্তু এই সময় দেশে গৃহযুদ্ধ লেগে যায় । তখন নাওয়াল আবার তার গ্রামে ফিরে আসে তার হারানো ছেলে কে নিয়ে যেতে কিন্তু ‘কাফার কুট’ এর সেই এতিমখানা তে গিয়ে সে দেখে যে যুদ্ধে তা ধ্বংস হয়ে গেছে । তারপর সেইখান থেকে সে জানতে পারে যে বাচ্চাদেরকে দারেশ এর এক ক্যাম্প এ নিয়ে যাওয়া হয়েছে । কিন্তু সে ঠিকানাটা জানত না বলে পথে এক মুসলিম বহনকারী বাস এ উঠে ঐ ক্যাম্প এ যাবার জন্য। কিছুদুর যাবার পর পথে তাদের বাস কে খ্রিষ্টানরা আক্রমন করে। সেই খান থেকে সে খ্রিষ্টান পরিচয় দিয়ে ছাড়া পায়। বাকি সবাইকে গুলি করে মেরে তারা বাস এ আগুন ধরিয়ে দেয়। পরে সে এই জঘন্য হত্যা এবং তার ছেলে হারানো এর প্রতিশোধ নেবার জন্য খ্রিষ্টান নেতা এর বাড়িতে তার বাচ্চা এর ফ্রেন্স ভাষা এর শিক্ষক হিসাবে চাকরি নেন । তারপর একদিন নাওয়াল সুযোগ মত সেই নেতা কে গুলি করে হত্যা করে । হত্যা এর শাস্তি হিসাবে তাকে ‘কফার র্যাসত’ এর জেল এ পাঠানো হয়। তার ১৫ বছর এর জেল হয়। তার নাম্বার ছিল ৭২। ‘The Woman Who Sings’ হিসাবে নাওয়াল জেল এ পরিচিত ছিল। কিন্তু একদিন আবু তারেক নামে এক নির্যাতনকারী নাওয়াল কে ধর্ষণ করে । পরে জেল এ নাওয়াল দুটি যমজ সন্তান এর জন্ম দেয়। নাওয়াল কে সন্তান জন্ম দেবার জন্য এক নারী সেবিকা সাহায্য করে। আবু তারেক সন্তান দুটিকে মেরে ফেলতে চাইলেও সেবিকা তাতে বাধা দেয় ।
পরবর্তীতে Jeanne আস্তে আস্তে এই সত্যগুলো উন্মোচন করতে থাকে। প্রথমে simon এই কাজ এ রাজি না থাকলেও পরে সে তার বোন কে সাহায্য এর জন্য একসাথে তাদের বাবা ও হারানো ভাই কে খুজতে লাগে। কিন্তু এইসব কি? প্রতিটি জায়গায় তারা নতুন নতুন তথ্য পাচ্ছে । এইভাবে মুভিটি তার প্লট ধরে সামনে এগোয় এবং দর্শক এর মনে ঐ দুই হারানো মানুষ এর পরিচয় জানার আগ্রহ তৈরি করতে থাকে। কিন্তু শেষ এ গিয়ে আপনি ঠিক আমার মতই চুপ হয়ে যাবেন কাহিনী দেখে। আর সিমন এর সেই ডাইলগ “ One plus One does it make One? ” তো আমাকে নির্বাক করে দিল ঠিক Jeanne এর মত । নির্বাক হবার দায়িত্বটা এবার আমি আপনার উপর ছেড়ে দিতে চাই । মুভিটা দেখার আমন্ত্রন রইল । আর আমি এতটুকু নিছচয়তা দিতে পারি যে এই টাইপ মুভি আপনি আগে কখনও দেখেন নি ।

মুভিতে নাওয়াল মারওয়ান এর চরিত্রে দেখা গেছে বেলজিয়ান অভিনেত্রী Lubna Azabal কে। তা ছাড়া ‘mélissa désormeaux-poulin’ ও ‘Maxim Gaudette’ কে দেখা গেছে যথাক্রমে Jeanne ও Simon চরিত্রে


ডাওনলোড লিংক সরিয়ে নেয়া হলো নিয়ম বহির্ভূত হওয়ায়।
Torrent এ যেয়ে মুভির নাম লিখে সার্চ দিয়ে মুভির প্রিন্ট পছন্দ অনুযায়ী নামিয়ে নিন।

ধন্যবাদ :)

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: চমৎকার মুভি।

২১ শে জুন, ২০১৬ রাত ৮:১৯

সাকিব ইফতেখার বলেছেন: হ্যাঁ ।অসাধারণ :)

২| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ডাউনলোড লিংক সরিয়ে নিন প্লীজ।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৭

সাকিব ইফতেখার বলেছেন: নিয়ম বহির্ভূত?

৩| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৫২

হাসান মাহবুব বলেছেন: যথার্থ শকার।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৭

সাকিব ইফতেখার বলেছেন: :)

৪| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখেছি। দারুণ!

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৮

সাকিব ইফতেখার বলেছেন: জ্বী :)

৫| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:১২

শান্তির দেবদূত বলেছেন: দেখেছি, অন্য ধরনের মুভি! ওয়াও টাইপ।

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৯

সাকিব ইফতেখার বলেছেন: হ্যাঁ :)

৬| ২৪ শে জুন, ২০১৬ রাত ১:২৬

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ,
অর্ধেক রিভিউ লিখেছিলাম। দিব দিব করে দেওয়া হয়নি। তবে এখন আর দরকার হচ্ছে না।

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩১

সাকিব ইফতেখার বলেছেন: আপনারটাও দিয়েন পরে একসময় :)
আমার চেয়েও আপনার টা ভালো হতে পারে :)

৭| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:০২

মিখু বলেছেন: দেখিনি তবে রিভিউ পড়ে মুভির ভিতরেই প্রবেশ করে ফেলেছিলাম।
সত্তি অসাধারন কাহিনী।

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩২

সাকিব ইফতেখার বলেছেন: মুভিটা দেখে নিয়েন।
শেষ দেখার পর সহ্য করতে পারবেন না।

৮| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ভাই আপনার এই পোস্টে Click This Link

আমার একটা কমেন্ট আছে একদম শেষের দিকে । প্লিজ হেল্প করেন রিপ্লাই দেন :(

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:০৩

সাকিব ইফতেখার বলেছেন: অাপনার মন্তব্য টা ক্লিয়ার না ।
একটু বুঝিয়ে বলবেন প্লিজ?

৯| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৫:৪২

সায়ানাইডিয়ান বলেছেন: সব কাহিনী তো বলে ই দিলেন। রীতিমত স্পয়লারই হয়ে গেল। :P

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:০১

সাকিব ইফতেখার বলেছেন: কাহিনীগুলো না পড়লে বুঝতেন না কি হচ্ছে।
আর স্পয়েল করিনি।
দেখে নিন মুভিটা।
দেখার পরই বুঝবেন স্পয়েল করেছি কিনা ;)

১০| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৫:৫১

কালনী নদী বলেছেন: রিভিউটা পড়তে ভাল লেগেছে।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:০৪

সাকিব ইফতেখার বলেছেন: মুভিটা আরো ভালো :)

১১| ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:৪৯

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: লিঙ্কে ক্লিক করলেই বুঝতে পারতেন । একদম পরিষ্কার করেই লিখেছিলাম । আবার লিখি এবার একটু ভেলা বাজিয়ে ।

আপনার একটা পোস্ট আছে যার টাইটেল "১০ টি থ্রিলার সিনেমা(লিংকসহ) যেগুলা আপনাকে অবশ্যই দেখতেই হবে।দেখার পর মুখ হা হয়ে থাকবে!গ্যারান্টি!(পর্ব-১)"

সেই পোস্টের শেষের দিকে আমার একটা কমেন্ট আছে । আজ প্রায় ১০ দিন ধরে কমেন্টের রিপ্লাইয়ের অপেক্ষা করছি । প্লিজ চেক করে একটু কষ্ট করে রিপ্লাই দেন ।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২০

কালীদাস বলেছেন: নাম শুনিনি এই মুভির। ট্রাই করব পারলে! থ্যাংকস :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.