নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ছোটগল্প এবং বাস্তবতা.......
-বুড়ি...আজকে কি রান্না করলে?
-ভাত।
-সেটাতো করবে জানি।সাথে কি আছে?
-পানি গরম।
-এই বয়সে এসে মজা করছো আমাকে নিয়ে?অভ্যাস বদলাবে?
-না।
-কেন?
-তোমাকে ভালোবাসি তো তাই।
-শুধু আমাকেই ভালোবাসো?
-না।
-আর কাকে ভালোবাসো?
-রিফাত আর মিরাজকে।
-ওদের এখনো ভালোবাসো তুমি?
-তুমি বাসোনা?
-বাসি।
-তাহলে আমাকে এই প্রশ্ন করছো কেন?
-এমনি....আমার চেয়ে তুমি নাস্তানাবুদ বেশি হয়েছো তো তাই.....
-ছাড়ো না এসব।আমার নাতিটা কেমন আছে কে জানে.....
-ওদের কথা যতো তাড়াতাড়ি ভুলতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল।
-বুড়া....
-বলো....
-আমি ওদের কাছে ফিরে যেতে চাই....একটিবারের জন্য....
কথাটি বলে ৬০ বছরের মহিলাটি জড়িয়ে ধরলো তার স্বামীকে।ডুকরে কেঁদে উঠলো সে স্বামীর বুকে মাথা রেখে।
প্রায় তিন বছর হতে চললো তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে.....কিন্তু তাদের দুজনকে দেখতে আসেনা কখনো ...... প্রতিদিন কত সূর্যোদয় হয়,সূর্যাস্ত হয়.... সূর্যোদয়ের সাথে মনে আশা জাগে আর সূর্যাস্তের সাথে সেই আশা হারিয়ে যায় !
জীবনের অন্তিমকাল পর্যন্ত হয়তো এসব বুড়ো-বুড়িরা অপেক্ষা করে যায় একটা পরিপূর্ণ পরিবার পেতে..........
©somewhere in net ltd.