নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার দেয়া হয়েছে স্থানীয় সময় রোববার রাতে।
সেরা ছবিঃ
এবারে সেরা ছবির পুরস্কার জিতেছে 'মুনলাইট' ছবিটি।
সেরা ছবির প্রতিযোগিতায় আরো ছিল,
লা লা ল্যান্ড-
অ্যারাইভাল-
হ্যাকশো রিজ-
ম্যানচেস্টার বাই দ্য সি-
ফেন্সেস-
হিডেন ফিগারস-
লায়ন-
হেল এন্ড হাই ওয়াটার-
সেরা অভিনেতাঃ
সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসি অ্যাফলেক, ম্যানচেস্টার বাই দ্য সি ছবিতে অভিনয়ের জন্য।
এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন,
রায়ান গোসলিং (লা লা ল্যান্ড)-
ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)-
অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকশ রিজ)-
ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাসটিক)-
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতাঃ
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাহেরশালা আলি (মুনলাইট)।
এ পুরস্কারের জন্য আরও লড়েছেন,
জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার)-
লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি)-
দেব প্যাটেল (লায়ন)-
মাইকেল শ্যানন (নকটার্নাল অ্যানিম্যালস)-
সেরা অভিনেত্রীঃ
সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এমা স্টোন, বহুল আলোচিত 'লা লা ল্যান্ড' ছবির জন্য।
এ বিভাগে প্রতিযোগির তালিকায় আরও ছিলেন,
ইসাবেল হার্পার্ট (এলি)-
রুথ নেগা (লাভিং)-
নাটালি পোর্টম্যান (জ্যাকি)-
মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)-
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীঃ
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে সেরার মুকুট পরেছেন ভায়োলা ডেভিস, ফেন্সেস-এ অভিনয়ের জন্য।
মনোনয়ন তালিকায় ছিলেন,
নাওমি হ্যারিস (মুনলাইট)-
নিকোল কিডম্যান (লায়ন)-
অক্টাভিয়া স্পেন্সার (হিডেন ফিগারস)-
মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)-
সেরা অ্যানিমেশন ছবিঃ
সেরা অ্যানিমেশন ছবি বিভাগে পুরস্কার জিতেছে 'জুটোপিয়া' ।
মনোনয়ন তালিকায় আরও ছিলো,
কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস-
মোয়ানা-
মাই লাইফ এজ এ জুকিনি-
দ্য রেড টার্টেল-
সেরা সিনেমাটোগ্রাফি ঃ
এ বিভাগে সেরা পুরস্কারটি জিতেছেন লিনাস স্যান্ডগ্রিন, 'লা লা ল্যান্ড' ছবির চিত্রায়নের জন্য।
সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে প্রতিযোগিতা করেছিলেন,
ব্রাডফোর্ড ইয়াঙ (অ্যারাইভাল)-
লিনাস স্যান্ডগ্রিন (লা লা ল্যান্ড)-
গ্রেইগ ফ্রেজার (লায়ন)-
জেসম ল্যাক্সটন (মুনলাইট)-
রড্রিগো প্রিয়েতো (সাইল্যান্স)-
সেরা পরিচালকঃ
সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছেন ডমিয়েন শ্যাজেল (লা লা ল্যান্ড)-
কস্টিউম ডিজাইন বিভাগে সেরা 'ফ্যান্টাসটিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম',
ডকুমেন্টারি (ফিচার) বিভাগে সেরা হয়েছে 'ওজে: মেড ইন আমেরিকা' ছবিটি।
আর, ডকুমেন্টারি (শের্ট) বিভাগে সেরা হয়েছে 'দ্য হোয়াইট হেলমেট' ছবিটি।
চলচ্চিত্র সম্পাদনা বিভাগে সেরা হয়েছে 'হ্যাকশ রিজ',
মেকাপ ও কেশবিন্যাস' বিভাগে সেরা ছবি 'সুইসাইড স্কোয়াড'
এবং সঙ্গীত বিভাগে সেরা হয়েছে যৌথভাবে 'ট্রলস' এ 'লা লা ল্যান্ড'।
রুপান্তরিত চিত্রনাট্য বিভাগে সেরা হয়েছে 'মুনলাইট'
এবং মৌলিক চিত্রনাট্যে সেরা 'ম্যানচেস্টার বাই দ্য সি'।
'ভিজ্যুয়াল ইফেক্ট' ক্যাটাগরিতে সেরা হয়েছে 'জঙ্গল বুক'।
৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের এই আসরে 'বিদেশি ভাষার চলচ্চিত্র' বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে আসগার ফারহাদির 'সেলসম্যান' ছবিটি।
ধন্যবাদ
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮
সাকিব ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ধৈর্য নিয়ে দেখার জন্য
২| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
জাহিদ অনিক বলেছেন: মাশাল্লা একটাও দেখি নাই এখনো ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৫৯
সাকিব ইফতেখার বলেছেন: আলহামদুলিল্লাহ
৩| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সুমন কর বলেছেন: আমার মতে, ম্যানচেস্টার বাই দ্য সি মুভির জন্য সেরা অভিনেতা পুরস্কার প্রাপ্ত ক্যাসি অ্যাফলেক অস্কার পাবার মতো নয়। (মুভিটি দেখেছি)
শেয়ার করার জন্য ধন্যবাদ। কিছু দেখেছি আরো কিছু দেখব।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:০০
সাকিব ইফতেখার বলেছেন: হয়তো....
মতামতের জন্য ধন্যবাদ
৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ২:০০
বর্ষন হোমস বলেছেন:
কবে যে দেখব এগুলা আল্লাহই জানেন ভাল
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:০১
সাকিব ইফতেখার বলেছেন:
৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
Nazmul Naz Neel বলেছেন: ইংরেজি ছবি দেখার অভ্যাস করা জরুরী। পোস্টটা ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১৬
সাকিব ইফতেখার বলেছেন: দেখা শুরু করে দিন
ধন্যবাদ
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬
ওসেল মাহমুদ বলেছেন: ধন্যবাদ !
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
সাকিব ইফতেখার বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
নয়ন বিন বাহার বলেছেন: রীতিমত কাব্য করে ফেললেন। জানলাম, দেখলাম; ভাল লাগা............
অশেষ ধন্যবাদ।।