নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজনই!

সাকিব ইফতেখার

লেখার মাঝেই ডুবে থাকতে চাই................ facebook.com/sakib.ifteqar

সাকিব ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা

২৭ শে মে, ২০১৭ রাত ১০:১৮

ভূমিকাঃ
-কাল যাচ্ছিস তো বন্ধু?
-যাবো।
-চলে আসিস।বাকি ৪ জনও আসবে।
-বাকি তিনজন কে কে?
-জুনায়েদ,বাবু,নাদিয়া।
-ডিপার্টমেন্ট এর প্রায় সবাই আসছে তো?
-সবাই কিভাবে আসবে।অনেকেই তো......
-বুঝেছি।বলা লাগবেনা।কাল আসবো আমি।হয়তো সবার আগেই।একজনকে দেখার জন্য হলেও আসতে হবে।
-কাকে?
-সব কাল শুনবি।এখন রাখি।সব গুছাতে হবে।
-আল্লাহ হাফেজ।
-খোদা হাফেজ।

মোবাইলটা কান থেকে রাখলো সাদাফ খাঁন।
আসলেই কাল অনেকেই আসতে পারছেনা।
আসবেই বা কিভাবে।
অনেকেই হয়তো আজ নেই।আবার অনেকেই হয়তো তাদের প্রত্যাশা মাফিক জায়গায় উঠতে পারেনি।
তবে সাদাফ যাবে একজন মানুষের জন্য।
যার কথা তার বন্ধু মহলের কেউই জানেনা।
কাল জানবে।
সাদাফের মন তেমন ভালো নেই।
বিয়ে করেনি বেচারা।
অনেকদিন দেশের বাইরে ছিলো সে।
কিছুদিন আগে দেশের ফিরেছে।
ভার্সিটি ডিপার্টমেন্ট এর ছোটখাটো পুনর্মিলনী হবে।
মানুষটাকে দেখার হয়তো শেষ সুযোগটাকে কেন মিস করবে সাদাফ ।
হাসান একজনের নাম ছাড়া বাকি সব বন্ধুদের নামই তো বললো।
একজন মিসিং কেনো!
আল্লাহ না করুক,ভালো সংবাদ যেনো সে পায়।
ক্লাসে অনেকেই বন্ধু হয়,তবে সবাই বেস্ট ফ্রেন্ড হতে পারেনা।
তারা ছয়জন ছিলো বেস্ট ফ্রেন্ড।
সাদাফ,নাদিয়া,জুনায়েদ,হাসান,বাবু এবং অহনা।
তাদের মধ্য থেকে অহনা আর সাদাফের সম্পর্ক হয়ে গিয়েছিলো।
কঠিন সে সম্পর্ক।
এই সম্পর্কের জন্য ক্লাস মিসসহ বিভিন্ন ঝামেলায়ও জড়িয়েছে সে নিজেকে।
মেয়েটার সাথে যোগাযোগ নাই অনেকদিন যাবত।
ভার্সিটি জীবন শেষ হওয়ার সাথে সাথে এই সম্পর্কেরও অকাল পরিণতি ঘটেছিলো।
যাহোক,ঘুমাতে হবে।অনেক রাত হয়ে গেছে।

সবকিছু গুছানোর পর বিছানায় যাওয়ার আগে একটা সিগারেট ধরালো সাদাফ।
সময় এতো দ্রুত চলে গেলো।
ভার্সিটি ছেড়ে আসার দশ বছর পার হয়ে গেলো।
প্রেমিকার সাথে চ্যালেঞ্জ দিয়ে সে প্রথমবারের বিসিএসে চান্স পেয়ে আজ সিলেট মেট্রোপলিটন পুলিসের এস.আই।
অহনা মেয়েটা কেমন আছে!
ছোট একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো.......

******
সকালে ঘুম থেকে উঠার পর থেকেই সাদাফের মন অনেক ভালো।
দশ বছর পর দেখা হবে সবার সাথে!
দুর্দান্ত অনুভূতি!
চট্টগ্রাম যেতে যেতে আরো দুই ঘন্টার মতো লাগবে।
টানা ছয় ঘন্টা যাবত ড্রাইভ করেই যাচ্ছে।
হঠাত তার মনে উকি দেয়া শুরু করলো ভার্সিটি লাইফের স্মৃতিগুলো.....একে একে....
(চলবে.....দ্বিতীয় পার্ট আগামীকাল।আশা করছি সাথে থাকবেন)।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো। সাথে থাকবো এটা গল্পই বলে দিল।

শুভকামনা আপনার জন্য।

২| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:২১

সাকিব ইফতেখার বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.