নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজনই!

সাকিব ইফতেখার

লেখার মাঝেই ডুবে থাকতে চাই................ facebook.com/sakib.ifteqar

সাকিব ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা ধর্ষণ হচ্ছেনা... ধর্ষণ হচ্ছে পুরো জাতি!

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫



........ ২০১৩ সালে এক পোষাকশ্রমিক ধর্ষিত হন বাসে।অপরাধীরা (২জন) সাজা পেলেও একজন জামিন নিয়ে এখন বীরের মতো বাস চালাচ্ছে আবার।
........ ২০১৫ সালে ঢাকায় মাইক্রোবাসে এক তরুণীকে ধর্ষণ করা হয়।
বিচার নাই।
........ ২০১৫ সালে গাজিপুরে নৌকার মধ্যে ৪ মাঝি মিলে এক নারীকে ধর্ষণ করে।
বিচার নাই।
........ ২০১৬ সালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডে বাসের ভেতর নারীকে ধর্ষণ করা হয়।
বিচার নাই।
........ গত বছর বরিশালে বাসে দুই বোনকে একই সাথে ধর্ষণ করা হয়।
বিচার নাই।
........ কুমিল্লায় তনু নামের এক মেয়েকে গত বছর ভাল্লুক মেরে ফেলেছে।ভাল্লুকের বিচার হয়নি।



........ কয়েকদিন আগে টাঙ্গাইলে বাসের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করে ঘাড় মটকে তাকে মেরে বনের মধ্যে ফেলে দেয়া হলো।বিচার হবে কি..........?
আপনার মা,বোন,বউ......... কেউ কি সেফ?
গণপরিবহনেও যখন ধর্ষণ হয় তাহলে আর বাকি রইলো কি!?
তারপরেও সবাই চুপচাপ।
দেশ কত নিরব!



যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে সে কিন্তু অনেক শিক্ষিত ছিলো।গরীব ছিলো.... তবে মাসে ১৮ হাজার টাকা আয় করতো,পরিবার চালাতো,নিজের পড়াশোনার খরচ চালাতো।
তাকে ধর্ষণ করে ঘাড় মটকে মেরে ফেলা হয়েছে.......
তারপর ওই ধর্ষকরা আরো দুইদিন বাস চালিয়েছে।
পরিবারের লোকদের সাথে স্বাভাবিক আচরণ করেছে!
...... তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই!



ফেসবুকে/ব্লগে লেখালেখি করে লাভ হবেনা।
বিচার তো আর আমাদের হাতে না।বিচার না হলে আমাদের কিছুই করার থাকবেনা ( অন্যান্য ধর্ষণের ক্ষেত্রে যা হয়েছে )।
তবে এটা সবাইকে জানিয়ে দেয়া উচিত যে............ 'ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান'!
.......... খবরের কিছু অংশ .......
বাসটি সিরাজগঞ্জে আসার পর শুধু ওই তরুণী ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বাস এলেঙ্গা পার হওয়ার পর চালকের সহকারী শামীম প্রথমে তরুণীকে অশোভন প্রস্তাব দেন। পরে জোর করে বাসের পেছনের আসনে নিয়ে যান। তখন তরুণী তাঁর মুঠোফোন এবং সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা শামীমকে দিয়ে অনুরোধ করেন, তাঁর কোনো ক্ষতি যেন না হয়। টাকা ও মুঠোফোন নেওয়ার পর শামীম তরুণীকে হত্যা করার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। পরে বাসের অপর দুই সহকারী আকরাম ও জাহাঙ্গীরও তাঁকে ধর্ষণ করেন। বাস মধুপুর উপজেলা সদরের কাছাকাছি পৌঁছালে তরুণী চিৎকার করে ওঠেন। এ সময় শামীম, আকরাম ও জাহাঙ্গীর তাঁর ঘাড় মটকে হত্যা করেন। পরে মধুপুর শহর পার হয়ে বনাঞ্চলে প্রবেশের পর পঁচিশ মাইল এলাকার সুমি নার্সারির কাছে তরুণীর মরদেহ ফেলে দেন!



.....এসব নিউজ দেখে ওই জায়গায় নিজের বউ/গার্লফ্রেন্ড /মা/বোনকে চিন্তা করলেই বুঝতে পারবেন কেমন লাগে।
ওই জানোয়ারদের ধর্ষণ প্রমাণিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফাঁসির বিধান করা হোক।
আর যারা পর্দা না করার কারণে ধর্ষণ হয় মনে করেন তাদের একটা ব্যাপারে বলে দেই সেটা হচ্ছে ওইসব জানোয়াররা পর্দা-বেপর্দা মেনে চলেনা।
এরা জানে মেয়েদের কাপড়ের নিচে কি আছে।সেই কাপড় হোক পর্দার কিংবা পর্দা ছাড়া (আমি পর্দা করবেন না বলছিনা।পর্দা করা সবচেয়ে ভালো এবং পর্দা করা উচিত)!
অনেকেই পর্দার ব্যাপারটা টেনে নিয়ে আসবেন বলে পর্দার ব্যাপারটা ক্লিয়ার করলাম।

ধর্ষণ বন্ধ করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।
নিজের বন্ধুকেও এসব ব্যাপারে আলোচনা করতে দেখলে শাস্তি দিয়ে দিবেন।
সেটা হোক বুঝিয়ে কিংবা গায়ে হাত তুলে।
প্রয়োজনে তার পরিবারে জানিয়ে দিয়ে তাকে বিয়ে করানোর ব্যবস্থা করুন।
অপরাধীদের সাপোর্ট দিলে আপনিও ধর্ষক!
পুরো জাতীকেই ধর্ষণ করছে ওরা।
এর শেষ হোক!
আজকেই এবং এখনই!
দেশের প্রতিটা জায়গা থেকে দাঁড়িয়ে যান বন্ধুদের নিয়ে।

বাংলাদেশ হয়ে উঠুক সুন্দর।

সবশেষে একটা কথা....
ধর্ষণকে না বলুন, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

হুদাই পাগলামি বলেছেন: ধর্ষণকে না বলুন, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
পুরু জাতী হাতে হাত মিলিয়ে রুখে দাঁড়ান অন্যায়পথ থেকে পিছু হাটুন
ভাই আপনার লেখা কথা গুলো মানুষের অন্তর আত্বাকে নাড়াদিক এটাইচাই।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

সাকিব ইফতেখার বলেছেন: শান্তি চাই ভাই।ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরেক জায়গায়ও বলছি, আবারো বলি। এদের প্রকাশ্যে হত্যা করা উচিত, জেল দিয়ে কাজ হবে না।
প্রকাশ্যে হত্যা করলে অপরাধীরা মেসেজ পেয়ে যাবে।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১

সাকিব ইফতেখার বলেছেন: আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এই দায়িত্ব দিয়ে দেয়া উচিত।
তবে আগে তদন্ত করে ধর্ষণের সত্যতা যাচাই করা হোক।
তারপর ধর্ষক প্রমাণিত হলে শাস্তি হোক মৃত্যু।
একেবারে ব্রাশফায়ার করা হোক।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সত্যতা তো বেশিরভাগ সময়ই প্রমাণিত হয়। তাও সাজা পায় না তেমন। এসব নিচু শ্রেণির ড্রাইভারদের পতিতালয়ে যাওয়ার পরও স্বাদ মেটে না।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

সাকিব ইফতেখার বলেছেন: দেশের আইন নিয়ে কিছু বলতে চাইনা।
আইন ঠিক আছে।তবে আইন বাস্তবায়নে সমস্যা দেখা যায়।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

করুণাধারা বলেছেন: দুটো পথ খোলা আছে - এই ধর্ষকদের বিনা বিচারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো যাতে অন্যরা মেসেজটা পেয়ে যায়। তাতে ধর্ষণ করা কমে আসবেই। তা না হলে ধর্ষণের হাত থেকে মেয়েদের রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে তাদের ঘর থেকে একাকী বেরোতে না দেয়া। কোনটা হবে তা বোঝাই যাচ্ছে।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৩

সাকিব ইফতেখার বলেছেন: উপরওয়ালাই জানেন ভালো!

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

ঈদ মোবারক।
সহমত

বিচার চাই

কিন্তু কে বিচার করবে???

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

সাকিব ইফতেখার বলেছেন: দেশের আইনব্যবস্থা করবে।
না পারলে উপরওয়ালা আছেন।

অপরাধীরা অপরাধ করার আগেই ব্যবস্থা নেয়া উচিত।

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে আইনের নামে প্রহসন চলছে।

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

সাকিব ইফতেখার বলেছেন: বাস্তবায়নে সমস্যা হচ্ছে।

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

বিষাদ সময় বলেছেন: একজন সাধারন চালকের সহকারী, যার মনে হয় আগে কোন অপরাধের রেকর্ডও নাই, সেই ব্যাক্তি সুযোগ পেলে ঠাণ্ডা মাথার কি রকম ভয়ংকর অপরাধী হতে পারে তা ভেবে আমার অবাক লাগছে!! মনে হয় প্রায় প্রতিটি মানুষের ভেতরেই এ রকম ভয়ংকর একটা পশু ঘুমিয়ে থাকে, সময় এবং সুযোগ পেলে যে বের হয়ে আসতে চায়। তাই কারো মধ্যে এই পশু জাগরনের আলামত পেলেই যেমন সর্বাত্বক প্রতিরোধ করা দরকার, তেমনি আপন ঘরের দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখা দরকার নিজের সেই পশুটি নিয়ন্ত্রনে আছে কিনা।

ধন্যাবাদ এরকম একটি সচেতনাতামূলক পোস্টের জন্য।

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

সাকিব ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য।

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মানবতা হারিয়ে যাচ্ছে দিনকেদিন।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

সাকিব ইফতেখার বলেছেন: সহমত।

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

অভি চৌধুরী বলেছেন: ওদের ফাঁশি দিলেই হবেনা, বিচার হতে হবে আরো নির্মম। এই পৃথিবীতে এটাই সব চেয়ে বড় অপরাধ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

সাকিব ইফতেখার বলেছেন: নগদ বিচার প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.