| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ
আমি বিস্ফারিত চোখের অবাক দৃষ্টি/আমি ধ্বংস,ধ্বংস হতেই আমার সৃষ্টি
শস্য শ্যামল আমার দেশ
ফুল-ফসলের নাইকো শেষ,
দেশটি সবার সেরা,
লতায়-পাতায় ঘেরা,
ছোট্ট কোনো গ্রাম
নদে কলমিদাম,
সাঁতরে বেড়ায় হাঁস,
তটে সবুজ ঘাস।
হয়তো কোনো বুনো পাখি
ডেকে ওঠে রাত্রি জাগি,
কিশোর এক মালা গাঁথে
নদীপাড়ের আঁকে-বাঁকে,
সাঁঝের বেলা বকের সারি
মালা গেঁথে আকাশ পাড়ি।
গাঁয়ের মেঠো পথে
আঁধার নামে রথে,
বাঁশবাগানের পরে
জ্যোৎস্না ঝরে পড়ে।
এই আমাদের সোনার বাংলা
আমাদেরই বাংলাদেশ,
দেশ গড়ারই স্বপ্ন নিয়ে,
চলছি মোরা অনিঃশেষ।

©somewhere in net ltd.