| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ
আমি বিস্ফারিত চোখের অবাক দৃষ্টি/আমি ধ্বংস,ধ্বংস হতেই আমার সৃষ্টি
১
আমার খুব ইচ্ছে করে, ম্যাচবাক্সের কাঠি হতে
একা একাই ছিটকে যেতাম, সাগর বুকে আগুন দিতে
আমার খুব ইচ্ছে করে , গড়তে এক ছোট্ট নীড় ,
নির্বাসনে চলে যেতাম , পেছনে ফেলে চেনা ভিড়।
২
ভীড়ের মাঝে হাঁটলে কেন,
বলেছিলাম, গাছের নীচে দাড়াতে ....
আমার আসতে দেরী হলো,
তাই গাছটাই পুরো কেঁটে ফেললে ....
ভিড়ে হেঁটে হেঁটেই খুঁজে পেয়েছি একটি খাতা ,
সে খাতায় লেখা নামটি মনে রয়েছে গাঁথা।
সেই নাম ভেবে ভেবে আমার রাত নামে যখন ,
সূর্য তখন দেয় তোমায় নতুন দিনের নিমন্ত্রণ।
৩
নীল খুঁজেছ, নীল আকাশের নীচে ....
ভীড় ঠেলেছ, ধুলো মেখেছ,
গরম সয়েছ রোদে ....
একবার যদি পেছনে দেখতে,
আমায় দেখতে পিছে ....
৪
ডাকোনি তো একটিবারও , বুঝিনি ছিলে কাছাকাছি
ধুলো দিয়েছি নিজের চোখে নিজেরই অজান্তে
খুঁজেছি অচেনা পথে পথে , ভেবেছি রয়েছো আড়ালে কোথাও
হয়তো বহুদূরে , অদেখা কোনো প্রান্তে ...

©somewhere in net ltd.